স্পোর্টস ডেস্কঃ কাতার ২০২২ ফুটবল বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে নেদারল্যান্ডস। শুক্রবার ২৬ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা দেন ডাচ কোচ লুইস ফন গাল। বিশ্বকাপ দলে খুব বড় চমক দেননি তিনি। তবে ছোট চমক রয়েছে।
কাতার বিশ্বকাপের দলে জায়গা ডেকেছেন জাভি সিমন্সকে। ১৯ বছর বয়সের এই তরুণ প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন। সেটাও বিশ্বকাপের মতো মঞ্চে। এবারের বিশ্বকাপে দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন জাভি। ১৭ বছর বয়সে বিশ্বকাপ দলে ডাক পেয়ে প্রথম স্থানে আছেন জার্মানির ইউসুফ মুকুকু।
বার্সেলোনার একাডেমি থেকে উঠে আসা জাভি সিমন্স পরবর্তীতে চলে যান পিএসএজিতে। প্যারিসিয়ানদের মূল দলে অভিষেকও হয়। তবে দুই বছরে পিএসজির হয়ে মাত্র ৭ ম্যাচ খেলার সুযোগ পাওয়া জাভি নতুন মৌসুমে নাম লেখান পিএসভিতে। নিজ দেশের ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ২১ ম্যাচ খেলে ১০ গোল করেছেন এই অ্যাটাকিং মিডফিল্ডার। এর মধ্যে লিগে ১৩ ম্যাচে আছে ৮ গোল।
জাতীয় দলে কখনো ম্যাচ খেলা হয়নি জাভির। তবে এই মিডফিল্ডার খেলেছেন নেদারল্যান্ডসের বিভিন্ন বয়সভিত্তিক দলে। এবার প্রথমবারের মতো ডাক পেলেন, সেটাও আবার বিশ্বকাপের মতো আসরে। নিশ্চিতভাবেই বিশাল কিছু জাভির জন্য। সুযোগ পেলে ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপে আলো ছড়াতে চাইবেন এই ফুটবলার।
কাতারে হতে যাওয়া ২০২২ ফুটবল বিশ্বকাপে ‘এ’ গ্রুপে খেলবে নেদারল্যান্ডস। যেই গ্রুপে আছে স্বাগতিক কাতার, সেনেগাল ও ইকুয়েডর। আগামী ২১ নভেম্বর নিজেদের প্রথম ম্যাচে সেনেগালের বিপক্ষে মাঠে নামবে ডাচরা।
কাতার বিশ্বকাপে ২৬ সদস্যের নেদারল্যান্ডস দল
গোলরক্ষকঃ জাস্টিন বিলো, রেমকো পাসভির, অ্যান্ড্রিস নপারট।
ডিফেন্ডারঃ ভার্জিল ভন ডাইক, নাথান আকে, ডিলে ব্লাইন্ড, জুরিয়েন টিম্বার, ডেনজেল ডামফ্রিস, স্টেফান ডি ভ্রিজ, ম্যাথিস ডি লিট, টাইরেল মালাসিয়া, জেরেমি ফ্রিম্পং।
মিডফিল্ডারঃ ফ্রেঙ্কি ডি ইয়ং, স্টিভেন বার্গুইস, ডেভি ক্লাসেন, টেউন কোপমেইনারস, কোডি গাকপো, মার্টিন ডি রুন, কেনেথ টেইলর, জাভি সিমন্স।
ফরোয়ার্ডঃ মেম্ফাসিস ডিপাই, স্টিভেন বার্গভিজন, ভিনসেন্ট জ্যানসেন, লুক ডি ইয়ং, নোয়া ল্যাং এবং ওয়াউট ওয়ের্গস্ট।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা