স্পোর্টস ডেস্ক: নতুন বছরের শুরুতেই আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত সময় পার করতে যাচ্ছে বাংলাদেশ। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়েই শুরু হচ্ছে টাইগারদের ২০২৬ সালের মিশন। তবে শুধু আইসিসি ইভেন্টই নয়, পুরো বছরজুড়েই ব্যস্ত সময় পার করবে বাংলাদেশ। খেলবে সাতটি দ্বিপাক্ষিক সিরিজ।
আজ শুক্রবার (২ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ২০২৬ সালে বাংলাদেশের সাতটি দ্বিপাক্ষিক সিরিজের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ বছর ঘরের মাঠে অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের মতো শক্তিশালী দলগুলোর মোকাবিলা করবে লিটন-শান্তরা।
আগামী ৯ মার্চ ঢাকায় পা রাখবে পাকিস্তান ক্রিকেট দল। ১২, ১৪ এবং ১৬ মার্চ সিরিজের তিন ওয়ানডে। ১৭ মার্চ বাংলাদেশ ছাড়বে পাকিস্তান দল। এরপর সাদা বলের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড। ১৩ এপ্রিল বাংলাদেশে পা রাখবে কিউইরা। ১৭, ২০ এবং ২৩ এপ্রিল সিরিজের তিন ওয়ানডে। ২৭, ২৯ এপ্রিল এবং ২ মে মাঠে গড়াবে সিরিজের তিন টি-টোয়েন্টি ম্যাচ।
পিএসএল শেষে আবার বাংলাদেশে আসবে পাকিস্তান দল। এবার খেলবে ২ ম্যাচের টেস্ট সিরিজ। ৪ মে বাংলাদেশে পা রাখবে পাকিস্তান ক্রিকেট দল। ৮ মে প্রথম টেস্ট এবং ১৬ মে মাঠে গড়াবে দ্বিতীয় টেস্ট। জুনে সাদা বলের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। বাংলাদেশ সফরে ৩ ওয়ানডে এবং ৩ টি-টোয়েন্টির সিরিজ খেলবে অজিরা। ২ জুন বাংলাদেশে পা রাখবে অস্ট্রেলিয়া। ৫, ৮ এবং ১১ জুন মাঠে গড়াবে সিরিজের তিন ওয়ানডে। ১৫, ১৮ এবং ২০ জুন মাঠে গড়াবে সিরিজের তিন টি-টোয়েন্টি ম্যাচ।
২০২৫ সালে স্থগিত হয়েছিল ভারতের বাংলাদেশ সফর। ২০২৬ সালের আগস্টে সেই সফরে আসার কথা রয়েছে ভারতের। সেই অনুযায়ী সূচিও প্রকাশ করেছে বিসিবি। ২৮ আগস্ট বাংলাদেশে পা রাখবে টিম ইন্ডিয়া। ১, ৩ এবং ৬ সেপ্টেম্বর সিরিজের তিন ওয়ানডে ম্যাচ। ৯, ১২ এবং ১৩ সেপ্টেম্বর মাঠে গড়াবে সিরিজের তিন টি-টোয়েন্টি ম্যাচ। বছরের শেষ দিকে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসবে ওয়েস্ট ইন্ডিজ। ১৮ অক্টোবর বাংলাদেশে পা রাখবে ক্যারিবিয়ানরা। ২২-২৪ অক্টোবর চলবে তিন দিনের প্রস্তুতি ম্যাচ। সিরিজের প্রথম টেস্ট ২৮ অক্টোবর, দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে ৫ নভেম্বর।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০/১১০































