স্পোর্টস ডেস্কঃ চোট কাটিয়ে ফিরেই ম্যানচেস্টার সিটিকে জয়ের আনন্দে ভাসালেন আর্লিং হল্যান্ড। প্রিমিয়ার লিগে শনিবার নরওয়ের এই ফরোয়ার্ডের গোলে জিতেছে সিটিজেনরা। ইতিহাদ স্টেডিয়ামে শেষ মুহূর্তের গোলে ফুলহ্যামকে ২-১ ব্যবধানে হারিয়েছে পেপ গার্দিওলার দল। ১০ জনের দল নিয়ে পাওয়া নাটকীয় এই জয়ে আবারও লিগ টেবিলের শীর্ষে উঠল তারা। এক ম্যাচ কম খেলা আর্সেনালের চেয়ে ১ পয়েন্ট এগিয়ে সিটি।
ইদিহাদ স্টেডিয়ামে ম্যাচের ১৭তম মিনিটে আর্জেন্টাইন ফরোয়ার্ড জুলিয়ান আলভারেজের গোলে এগিয়ে যায় সিটি। ইলকাইন গিনদোয়ানের সহায়তায় সিটিকে এগিয়ে দেওয়া গোলটি করেন তিনি। এগিয়ে যাওয়ার আনন্দ অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয় নি স্বাগতিকদের। ২৬তম মিনিটে সরাসরি লাল কার্ড দেখেন সিটির ফুটবলার জোয়াও ক্যানসেলো। ১০ জনের দল হয়ে পড়া গার্দিওলাবাহিনীর জালে পরক্ষণেই গোল শোধ দেয় ফুলহ্যাম। সফল স্পট কিকে বেলজিয়ান মিডফিল্ডার আন্দ্রেয়াস পেরেইরা সমতা টানেন।
৬৪তম মিনিটে পরিবর্তন করেন গার্দিওলা। আলভারেজের বদলি হিসেবে মাঠে নামেন হল্যান্ড। বদলি নেমে ম্যাচের যোগ করা সময়ে গোল করেন সাবেক বরুশিয়া ডর্টমুন্ড তারকা। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ডি-বক্সে কেভিন ডে ব্রুইনে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় সিটি। হল্যান্ডের শট ফুলহ্যাম গোলরক্ষকের হাতে লেগে জালে জড়ায়।
১৩ ম্যাচে ১০ জয় ও দুই ড্রয়ে সিটির পয়েন্ট ৩২। ১২ ম্যাচ খেলা আর্সেনালের পয়েন্ট ৩১।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০