স্পোর্টস ডেস্কঃ নিজেদের মাঠে প্রথমবারের মতো খেলার ইতিহাস দারুণভাবে লিখল নামিবিয়া। আজ রাতে আইসিসির সহযোগি সদস্য দলটি হারাল দক্ষিণ আফ্রিকাকে। এর আগে শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের বিপক্ষে জয়ের স্বাদ পাওয়া নামিবিয়া এবার আফ্রিকার জায়ান্টকে হারিয়ে ক্রিকেট ইতিহাসে বড় অঘটনের জন্ম দিল।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমবার টি-টোয়েন্টি খেলতে নেমেই বাজিমাত করল নামিবিয়া। উইন্ডহকে শনিবার রাতে ৪ উইকেটের জয় তুলে নেয় তারা। প্রোটিয়াদের ১৩৪ রানে থামিয়ে শেষ বলে জয়ের বন্দরে পৌঁছায় স্বাগতিকরা। ম্যাচ জিততে শেষ ওভারে নামিবিয়ার প্রয়োজন ছিল ১১ রান। ব্যাটিংয়ে ছিলেন জ্যান গ্রিন ও রুবেন ট্রাম্পলমান। প্রোটিয়া অধিনায়ক দোনোভান ফেরেইরা সেই ওভার করার জন্য বল তুলে দিলেন আন্দিলে সিমিলানের হাতে। ডানহাতি এই পেসারের শর্ট ডেলিভারিতে অফ স্টাম্পের বাইরে গিয়ে লং অনের উপর দিয়ে দারুণ একটি ছক্কা হাঁকান গ্রিন। পরের বলে সিঙ্গেল নিয়ে জয়ের রাস্তাটা আরও সহজ করে দেন তিনি। তখন নামিবিয়ার প্রয়োজন ৪ বলে ৪ রান।
সিমিলানের ফুলার লেংথের বলটা কাভারে ঠেলে দিয়ে দুটি রান নেন ট্রাম্পেলমান। পরের বলে আরেকটি সিঙ্গেল নিয়ে স্কোর লেভেল করেন তিনি। শেষ দুই বলে তখন দরকার মাত্র এক রান। পঞ্চম বল থেকে কোনো রান নিতে পারেননি গ্রিন। শেষ বলে মিড উইকেটের উপর দিয়ে বাউন্ডারি মেরে জয় নিশ্চিত করেন এই ব্যাটার। অনেক প্রথমের এই টি-টোয়েন্টি ম্যাচটি অনেক কারণেই মনে রাখবে নামিবিয়া ক্রিকেটপ্রেমীরা। উইন্ডহুকে নামিবিয়া ক্রিকেট গ্রাউন্ডের উদ্বোধনী ম্যাচে ক্রিকেটের যেকোনো সংস্করণে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয় জেরহার্ড ইরাসমাসের দল। আর প্রথমবারের দেখাতেই বাজিমাত করল তারা।
রান তাড়ায় শুরুটা ভালো হয়নি নামিবিয়ার। ২৮ রানে দুই উইকেট হারায় তারা। তবে মিডল অর্ডার আর লোয়ার মিডল অর্ডারের ব্যাটাররা হাল ধরে ভালোভাবেই। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে একটা সময় তাদের ১০৬ রানেই ছয় ব্যাটার সাজঘরে ফিরলে ম্যাচ জয়ের আশা ফিকে হয়ে যায়। তবে সপ্তম উইকেটে ট্রুম্পেলম্যান-জেন গ্রিনের ৩৭ রানের অবিচ্ছেদ্য জুটিই শেষ পর্যন্ত ইতিহাস লিখে। ব্যাট হাতে হার না মানা ১১ রানের ইনিংস খেলার আগে বোলিংয়ে ২৮ রানে ৩ উইকেট নেওয়ায় ম্যাচসেরা হয়েছেন স্বাগতিক দলের রুবেন ট্রাম্পলম্যান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/000