স্পোর্টস ডেস্কঃ কাতার বিশ্বকাপ শুরুর আগে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ঘানাকে হারাল ব্রাজিল। পাঁচ বারের সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা শুক্রবার রাতে ফ্রান্সের স্তাদে ওসেয়ানে আফ্রিকার দলটিকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়েছে। ম্যাচে জোড়া গোল পেয়েছেন টটেনহ্যাম তারকা রিচার্লিসন। অপর গোলটি করেছেন পিএসজি ডিফেন্ডার মার্কুইনোস। দুটি গোলের যোগানদাতা নেইমার।
দুর্দান্ত পারফরম্যান্সের পর রিচার্লিসনের আকুতি, তার ওপর যেন বিশ্বাস রাখেন সমর্থকেরা। ম্যাচ শেষে ব্রাজিলের এই ‘নাম্বার নাইন’ বলেন, ‘আশা করি ব্রাজিলের সমর্থকেরা আমার ওপর আরও বেশি বিশ্বাস রাখবে, কারণ, জাতীয় দলে তো আমি প্রচুর গোল করি। ৯ নম্বর জার্সি পরে খেলছি আমি এবং যতবার এই জার্সি গায়ে মাঠে নামি, গোল করে চলেছি। আমি মাঠে নেমে নিজের কাজটা চুপচাপ করে যাই।’
ব্রাজিলের সবশেষ পাঁচ ম্যাচে রিচার্লিসনের গোল হলো ৬টি। জাতীয় দলের জার্সিতে সব মিলিয়ে ১৬টি। ২০১১ সালের পর এই প্রথম ঘানার বিপক্ষে খেলেছে ব্রাজিল। সব মিলিয়ে আফ্রিকান দেশটির বিপক্ষে ৫ ম্যাচ খেলে সবগুলোতেই জয় ব্রাজিলের।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০