স্পোর্টস ডেস্ক:: ইংল্যান্ডের ‘কিংবদন্তী’ পেসার জেমস অ্যান্ডারসন আনুষ্ঠানিক ভাবে অবসরের ঘোষণা দিলেন। ক্রিকেটের বাইশ গজে ইংলিশদের জার্সিতে আর দেখা যাবে না এই পেসারকে। অবসরের ইঙ্গিত আগেই দিয়ে ছিলেন। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়ে দিলেন গ্রীষ্মে লর্ডস টেস্ট শেষে আর খেলবেন না দেশের জার্সিতে।
জেমস অ্যান্ডারসন শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এক পোস্টে অবসরের সিদ্ধান্ত জানিয়েছেন। দুই দশক ধরে ইংলিশদের হয়ে বিশ্ব ক্রিকেটের ব্যাটসম্যানদের শাসন করেছেন তিনি। ১৮৭টি টেস্ট খেলা এই পেসার লর্ডস টেস্টেই থামিয়ে দেবেন বর্ণিল যাত্রা। সাদা পোশাকে ১৮ হাজারের বেশি রান করেছেন। বল হাতে শিকার করেছেন ৭শটি উইকেট।
১৯৪টি ওয়ানডে খেলা জেমস অ্যান্ডারসন উইকেট নিয়েছেন ২৬৯টি। ব্যাট হাতে করেছেন ৭ হাজার ৮শর বেশি রান। ইংলিশ পেসার ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে খুব একটা সময় দেননি। ১৯ টি-২০ ম্যাচে শিকার করেছেন ১৮ টি উইকেট।
ইংল্যান্ডের হয়ে আর মাঠে নামবেন না জানিয়ে দেওয়া বিবৃতিতে জেমস অ্যান্ডারসন বলেন, ‘সবাই কেমন আছো। গ্রীষ্মে লর্ডসের প্রথম টেস্টই হবে আমার শেষ টেস্ট। যে খেলাটি আমি ছোটবেলা থেকেই পছন্দ করি সেটা খেলেই দেশের হয়ে ২০ বছর প্রতিনিধিত্ব করা একটি অবিশ্বাস্য ব্যাপার। আমি ইংল্যান্ডের হয়ে আর মাঠে নামবো না।’
তরুণদের সুযোগ দিতে এখনি অবসরের সময় জানিয়ে তিনি আরো বলেন, ‘কিন্তু আমি জানি যে এই সময়টি একপাশে সরে যাওয়ার জন্য সবচেয়ে উপযুক্ত এবং অন্যদেরকে (জুনিয়র) তাদের স্বপ্নগুলো উপলব্ধি করতে দেওয়ার এটাই সেরা সময় যেমনটা আমিও করেছি। এর (ইংল্যান্ডের জার্সি গায়ে দেওয়া) চেয়ে বড় কিছু আর নেই।’
স্ত্রী, সন্তান ও সতীর্থদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জেমস অ্যান্ডারসন আরো বলেন, ‘ড্যানিয়েলা (স্ত্রী, লোলা, রুবি (সন্তান) এবং আমার বাবা-মায়ের ভালবাসা। তাদের সমর্থন ছাড়া আমি এতোদূর আসতে পারতাম না। তাদেরকে ধন্যবাদ। এছাড়াও আমার সতীর্থ খেলোয়াড় এবং কোচদের ধন্যবাদ জানাই।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post