স্পোর্টস ডেস্কঃ ২০০৪ সালে শেষবার অস্ট্রেলিয়ায় টেস্ট খেলেছিল বাংলাদেশ। চব্বিশ বছর পর ফের অস্ট্রেলিয়ায় টেস্ট খেলার অপেক্ষায় টাইগাররা। ফিউচার ট্যুর প্রোগাম (এফটিপি) অনুযায়ী, ২০২৭ সালের মার্চে অজিদের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলার কথা বাংলাদেশের। তবে সেটি নির্ধারিত সময়ে আয়োজন করতে অপারগতা প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
২০২৭ সালের মার্চে অস্ট্রেলিয়ায় বাংলাদেশ দলের দুই টেস্টের সিরিজ খেলার কথা। তবে সিরিজটি ২০২৭ সালের মার্চে না খেলে ২০২৬ সালের আগস্ট-সেপ্টেম্বরে এগিয়ে আনতে চাইছে ক্রিকেট অস্ট্রেলিয়া। যদিও এই ব্যাপারে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয় নি। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘তারা একটা প্রস্তাব দিয়েছে। তবে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। বিষয়টা এখনো আলোচনার পর্যায়ে আছে।’
বাংলাদেশ দলের অস্ট্রেলিয়া সফরের আগে অস্ট্রেলিয়ায় যাওয়ার কথা রয়েছে নিউজিল্যান্ড এবং ভারতীয় দলের। নিউজিল্যান্ডের বিপক্ষে নাকি ৩ টেস্টের পরিবর্তে ৪ টেস্টের সিরিজ খেলতে চায় অজিরা। ২০২৭ সালের সেই গ্রীষ্মে ইংলিশদের বিপক্ষে অজিদের প্রথম টেস্ট খেলার ১৫০ বছর পূর্তি হতে যাচ্ছে।
বর্তমান অবস্থা অনুযায়ী অস্ট্রেলিয়া ইংল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডে ও পাঁচ টি-টোয়েন্টি খেলবে নভেম্বর-ডিসেম্বরে। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে তিন টেস্ট, বাংলাদেশের বিপক্ষে দুই টেস্ট মার্চে। এর পাশাপাশি ভারতের বিপক্ষে জানুয়ারি-ফেব্রুয়ারিতে আছে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post