নিজস্ব প্রতিবেদকঃ ২৪ ঘন্টাও হয়নি জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়েছেন সাকিব আল হাসান। এর মাঝেই মাগুরা থেকে ঢাকা চলে এসেছেন বিশ্বসেরা তারকা। আর ঢাকায় ফিরেই অনুশীলনেও ফিরেছেন এই তারকা অলরাউন্ডার।
সোমবার মিরপুরের হোম অব ক্রিকেটে বিকেলের দিকে অনুশীলনে আসেন সাকিব। গাড়ি থেকে নেমেই ব্যাট হাতে ইনডোরে ঢুকে যান তিনি। তার সেই অনুশীলনে হাজির কোচ নাজমুল আবেদীন ফাহিমও। এছাড়া বিসিবির দুই ফিজিও, ট্রেনার ও ডাক্তারও যোগ দেন সেই অনুশীলনে।
সামনেই আসছে বিপিএলের আসর। ১৯ জানুয়ারি থেকে শুরু হবে টুর্নামেন্ট। এবারের আসরে রংপুর রাইডার্সের হয়ে মাঠ মাতাবেন সাকিব। বিপিএলকে সামনে রেখেই সাকিবের অনুশীলন শুরু করেন গেল শুক্রবার নিজ এলাকা মাগুরাতে। জেলা স্টেডিয়ামে তাকে ট্রেনিং করতে দেখা যায়।
দীর্ঘ দুই মাস ধরে তিনি খেলার বাইরে রয়েছেন। বিশ্বকাপে সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ খেলেন। এরপর আঙ্গুলের চোট, নির্বাচনের ঝামেলায় ব্যস্ত হন। এবার সব শেষ করে বিপিএল দিয়েই মাঠে ফিরবেন সাকিব। তার জন্য প্রস্তুতি শুরু এই বাঁহাতি তারকার।
একদিন আগেই প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচনে অংশ নিয়ে বিপুল ভোটে মাগুরা-১ আসন থেকে পাশ করেছেন সাকিব। শ্রীপুর ও সদরের একাংশ নিয়ে গঠিত সেই আসন থেকে নৌকা প্রতীকে ১ লাখ ৮৫ হাজার ৩৮৮ ভোট পেয়েছেন সাকিব। সাকিবের নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ কংগ্রেসের কাজী রেজাউল হোসেন ডাব প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৯৭৩ ভোট। অর্থাৎ, প্রায় ১ লাখ ৮০ হাজার ভোটের ব্যবধানে জিতেছেন সাকিব। প্রথমবারের মতো নির্বাচিত হয়েছেন এমপি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post