স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ব্রাজিলের সমর্থক। নেইমারদের খেলা তার পছন্দ। তিনি আগেই জানিয়েছেন, বিশ্বকাপে ব্রাজিলের ম্যাচ দেখবেন গ্যালারিতে বসে। নিজের ইচ্ছে পূর্ণও করছেন তিনি।
বৃহস্পতিবার ভারত সিরিজের দল ঘোষণা করা হয়েছে। সেদিনই ব্রাজিলের খেলা দেখতে কাতারে গেছেন তামিম ইকবাল। ওয়ানডে অধিনায়ক ইতিমধ্যে ব্রাজিলের ম্যাচ ভেন্যু লুসাইলে পৌঁছে গেছেন। ম্যাচ দেখেই তিনি ফিরবেন দেশে।
বাংলাদেশ সময় রাত ১টায় ব্রাজিল-সার্বিয়ার ম্যাচটি শুরু হবে। বিশ্বকাপ শুরুর মিশনে নেইমাররা তুলনামুলক দুর্বল প্রতিপক্ষকে পেয়েছেন। মাঠের লড়াইয়ে ফল যাই হোক, ফিফা র্যাংকিংয়ে ব্রাজিলের চেয়ে অনেক পিছিয়ে আছে সার্বিয়া।
শুধু তামিম ইকবাল নয়, বিশ্বকাপে প্রিয় দলের খেলা দেখবেন বাংলাদেশের টেস্ট ও টি-২০ অধিনায়ক সাকিব আল হাসানও। আর্জেন্টিনা তার পছন্দের দল। লিওনেল মেসিদের ম্যাচের টিকিট তিনি কেটে রেখেছেন আগেই। যুক্তরাষ্ট্র থেকে কাতারে গিয়ে আর্জেন্টিনার ম্যাচ দেখবেন তিনি। এরপরই ভারত সিরিজের জন্য দেশে ফিরবেন।
আগামি ১ ডিসেম্বর পূর্ণ শক্তির ভারত দল সফরে আসবে বাংলাদেশে। ৪ ডিসেম্বর থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। ৭ ডিসেম্বর দ্বিতীয় ওয়ানডেও হবে মিরপুরের হোম অব ক্রিকেটে। এরপর ১০ ডিসেম্বর সিরিজের শেষ ওয়ানডে হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচটিও হবে চট্টগ্রামে। শেষ টেস্ট হবে মিরপুরে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০0