স্পোর্টস ডেস্কঃ সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে নেপালের বিপক্ষে দুই ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তবে বহুল প্রত্যাশিত মিডফিল্ডার হামজা চৌধুরি থাকছেন না এই সফরে।
কয়েকদিন আগে লিস্টার সিটির হয়ে খেলেছিলেন হামজা। গত শুক্রবার ইংলিশ চ্যাম্পিয়নশিপে বার্মিংহামের বিপক্ষে ম্যাচে ডান পায়ে আঘাত পান ইংল্যান্ডপ্রবাসী এ ফুটবলার। যদিও তাঁর চোটটা গুরুতর নয়।
ফিফা উইন্ডোতে ৬ ও ৯ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে দুই ম্যাচ খেলার জন্য আগামীকাল কাঠমান্ডুর উদ্দেশে রওনা হবে বাংলাদেশ দল। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে বাফুফে ভবনে জাতীয় দলের ম্যানেজার আমের খান সাংবাদিকদের জানান, ‘নেপাল সফরে হামজা আসছেন না। শেষ ম্যাচে তিনি কিছুটা ব্যথা পেয়েছেন। আবার ১৩ সেপ্টেম্বর লেস্টার সিটির খেলা রয়েছে। ক্লাবের সূচি ও তার শারীরিক অবস্থা বিবেচনায় হামজা নেপালে খেলবেন না বলে তার এজেন্ট আমাদের জানিয়েছে।’
গত জুনে ভুটানের বিপক্ষে প্রীতি ফুটবল ম্যাচে খেলেছিলেন হামজা। এরপর সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে ছিলেন তিনি। নেপালের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ বলে কানাডাপ্রবাসী শমিত সোম খেলবেন না বলে আগেই জানিয়ে দিয়েছেন। বাফুফে আশায় ছিল হামজাকে হিমালয়ের দেশে নিতে। কিন্তু পরিস্থিতি বলছে ভিন্ন কথা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০০