নিজস্ব প্রতিবেদক:: নোয়াখালীর একটা ফ্র্যাঞ্চাইজি চাই। বিপিএলে এমন দাবি উঠতো প্রায় সময়ই। অবশেষে বিসিবি এবারের বিপিএলে নোয়াখালীর নামে ফ্র্যাঞ্চাইজি দেওয়ার সিদ্ধান্ত নেয়।
বিপিএলের দল নিতে আগ্রহ দেখায় ১১টি প্রতিষ্ঠান। সেখানে বাংলা মার্ক নামক একটি প্রতিষ্ঠান আগ্রহ দেখায় নোয়াখালীর ফ্র্যাঞ্চাইজি নিতে। ফলে ক্রিকেট প্রেমীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা দেয়। নোয়াখালীর ক্রিকেট প্রেমীরা প্রথমবারের মতো বিপিএলে নিজেদের ফ্র্যাঞ্চাইজি দেখার স্বপ্ন দেখছিলেন।
তবে বিসিবি সেই স্বপ্নের সমাপ্তি টেনে দিচ্ছে। নোয়াখালীর ফ্র্যাঞ্চাইজির বিপিএল শুরুর আগেই শেষ হয়ে গেছে। কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি বিপিএল ফ্র্যাঞ্চাইজি নিতে যেসব প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছে, সেখান থেকে তিনটি প্রতিষ্ঠানকে বাদ দিয়েছে। বাদ পড়ার তালিকায় আছে নোয়াখালীর ফ্র্যাঞ্চাইজি নিতে চাওয়া বাংলা মার্ক।
আজ রোববার বিসিবি বৈঠকে বসে বিপিএল দল নিতে আগ্রহী প্রতিষ্ঠানদের থেকে বাছাই করে শর্ট লিস্ট করেছে। সেখানে তিনটি প্রতিষ্ঠানকে বাদ দেওয়া হয়। তারা হলো বাংলা মার্ক, মাইন্ড ট্রি, এসকিউ। এর মধ্যে মাইন্ড ট্রি খুলনার ফ্র্যাঞ্চাইজি চেয়েছিলো। এসকিউ চেয়েছিলো চিটাগাংয়ের ফ্র্যাঞ্চাইজি। বাংলা মার্ক দল চেয়েছিলো নোয়াখালীর।
বিসিবি আপাতত ৮টি প্রতিষ্ঠানকে নির্বাচন করেছে। আরো যাচাই বাছাই শেষে এখান থেকেও বাদ পড়বেন অনেকে। আপাতত শর্ট লিস্টে টিকে যাওয়ারা হলেন ঢাকার ফ্র্যাঞ্চাইজি চাওয়া রিমার্ক হারলান, রাজশাহীর দল চাওয়া দেশ ট্রাভেলস ও নাবিল গ্রুপ, রংপুরের দল চাওয়া বসুন্ধরা কিংস, চিটাগাংয়ের দল চাওয়া ট্রায়াঙ্গেল সার্ভিসেস।
বিপিএলের সফল দল বরিশাল। এই বিভাগের দল নিতে চাওয়া আকাশবাড়ী হলিডেজও শর্ট লিস্টে টিকেছে। টিকে আছে কুমিল্লার দল চাওয়া এসএস গ্রুপ ও টেন টুয়েলভ স্পোর্টস। টিকে আছে সিলেটের দল চাওয়া জেএম স্পোর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্ট।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডকম/নিপ্র/ডেস্ক/০০































