স্পোর্টস ডেস্কঃ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে অস্ট্রেলিয়া ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টেস্ট সিরিজ। ১৪ ডিসেম্বর বাংলাদেশ সময় সকাল ৮টা ২০ মিনিটে শুরু হবে প্রথম টেস্ট। আর পার্থে সেই সিরিজের প্রথম ম্যাচের আগের দিনই দুই দল নিজেদের একাদশ ঘোষণা করে দিয়েছে।
যেখানে পাকিস্তানের একাদশে দুটি অভিষেক হচ্ছে। পাকিস্তানের জার্সিতে টেস্ট অভিষেক হতে যাওয়া সেই দুই ক্রিকেটার হলেন আমির জামাল ও খুররাম শাহজাদ। এর মধ্যে আমির জামালের আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা আছে। এই অলরান্ডারের গেল বছর ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক হয় আন্তর্জাতিক ক্রিকেটে।
তবে এবারই প্রথম আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নামছেন খুররাম। এই পেসারকে একাদশে জায়গা দিয়ে খানিকটা চমকেরই জন্ম দিল পাকিস্তান দল। এছাড়া এই ম্যাচ দিয়ে অধিনায়কত্বের যাত্রা শুরু করছেন শান মাসুদ। বাবর আজম তিন ফরম্যাটে দায়িত্ব ছাড়ার পর শান মাসুদকে টেস্টের দায়িত্ব দেওয়া হয়।
এদিকে অস্ট্রেলিয়ার এই ম্যাচে সহ-অধিনায়কের দায়িত্বে দেখা যাবে ট্রেভিস হেডকে। ভবিষ্যতের কথা চিন্তা করেই এই বাঁহাতি ব্যাটারকে নেতৃত্বের চাপ সামলানোর জন্য প্রস্তুত করা হচ্ছে। এই টেস্টে করা হয়েছে প্যাট কামিন্সের ডেপুটি। অবশ্য এর আগে অতীতে সহ-অধিনায়কত্ব করার অভিজ্ঞতা আছে ২৯ বছর বয়সী হেডের। একাদশে ইনজুরি কাটিয়ে ফিরেছেন স্পিনার নাথান লায়ন।
পাকিস্তান একাদশ
শান মাসুদ (অধিনায়ক), ইমাম উল হক, আব্দুল্লাহ শফিক, বাবর আজম, সৌদ শাকিল, সরফরাজ আহমেদ, সালমান আঘা, ফাহিম আশরাফ, শাহীন আফ্রিদি, আমির জামাল ও খুররাম শাহজাদ।
অস্ট্রেলিয়া একাদশ
প্যাট কামিন্স (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, মার্নাস ল্যাবুশানে, স্টিভ স্মিথ, ট্রেভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি, মিচেল স্টার্ক, নাথান লায়ন ও জস হ্যাজেলউড।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post