স্পোর্টস ডেস্ক:: পাকিস্তান দলে জায়গা মিলেনি। পিসিবি আফগানিস্তান ও সংযুক্ত আরব-আমিরাতের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা করেছে, একই সঙ্গে আসন্ন এশিয়া কাপেরও দল ঘোষণা করেছে পাকিস্তান। তবে দলে জায়গা হয়নি ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের।
জাতীয় দলে না থাকায় প্রথমবারের মতো ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলতে যাচ্ছেন রিজওয়ান। যদিও টুর্নামেন্টের মাঝপথে যাচ্ছেন তিনি। রিজওয়ান সিপিএলের বাকি অংশে খেলবেন সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের হয়ে।
ক্রিকইনফো জানিয়েছে, চুক্তির ২৪ ঘণ্টার মধ্যেই লিগ কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এ সাইনিং ঘোষণা করবে। সেন্ট কিটস রিজওয়ানকে দলে নিয়েছে ফজলহক ফারুকির পরিবর্তে। আফগানিস্তানের এই ক্রিকেটার ত্রিদেশীয় সিরিজ খেলতে সিপিএল ছেড়েছেন।
সিপিএলে রিজওয়ানের দল সেন্ট কিটসে এরই মধ্যে আছেন দুই পাকিস্তানি পেসার নাসিম শাহ ও আব্বাস আফ্রিদি। এছাড়া ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির ও সালমান ইরশাদও এ বছরের আসরে অ্যান্টিগার খেলছেন।দলটি এ মৌসুমে ভালো শুরু করলেও পরপর তিন ম্যাচ হেরে পয়েন্ট টেবিলে নিচ থেকে দ্বিতীয় স্থানে আছে। দলটি এর আগে ২০১৭ ও ২০২১ সালে সিপিএল শিরোপা জিতেছিল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০