স্পোর্টস ডেস্কঃ পাকিস্তান সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে নেই ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে এরই মধ্যে দল ছেড়ে গেছেন তিনি। ইংলিশ অধিনায়ককে শেষ ম্যাচে পাওয়া নিয়েও রয়েছে শঙ্কা। গত শনিবার এজবাস্টনে দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ২৩ রানে হারিয়ে চার ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে ইংল্যান্ড। সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল।
তৃতীয় সন্তানের বাবা হতে যাচ্ছেন বাটলার। এই সময়ে স্ত্রীর পাশে থাকার কথা নিশ্চিত করে তিনি কদিন আগে বলেছিলেন, ‘আমার পরিবার সবার আগে।’ প্রয়োজনে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ মিস করতেও রাজি তিনি। এদিকে কার্ডিফে ইংল্যান্ড দলের সোমবারের অনুশীলন সেশনে ছিলেন না বাটলার। এদিন পরে বিবৃতিতে ইংল্যান্ড ক্রিকেট নিশ্চিত করে, পাকিস্তানের বিপক্ষেতৃতীয়টি-টোয়েন্টিতে খেলবেন না তিনি। ওভালে বৃহস্পতিবারের ম্যাচেও তাকে পাওয়া নিয়ে রয়েছে অনিশ্চয়তা। বাটলারের অনুপস্থিতিতে তৃতীয় টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন মঈন আলী।
পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ড দল- জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, বেন ডাকেট, ফিল সল্ট, মঈন আলী, স্যাম কারান, উইল জ্যাকস, লিয়াম লিভিংস্টোন, জোফরা আর্চার, টম হার্টলি, ক্রিস জর্ডান, আদিল রশিদ, রিসি টপলি ও মার্ক উড।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post