স্পোর্টস ডেস্ক:: ফরাসি জায়ান্ট পিএসজিকে বিশাল অঙ্কের অর্থ জরিমানা করেছে ইউরোপীয় ফুটবল নিয়ন্ত্রক সংস্থা (উয়েফা)। চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ী দলটিকে জরিমানা দিতে হবে সমর্থকদের বাজে আচরণের জন্য।
বৃহস্পতিবার উয়েফা এক বিবৃতিতে পিএসজিকে জরিমানা করার বিষয়টি জানিয়েছে। ফরাসি চ্যাম্পিয়নদের প্রায় ১ লাখ ৫০ হাজার ইউরো জরিমানা করা হয়। বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ১০ লাখ টাকা।
প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জিতেই শাস্তির মুখে পড়েছে দলটি। মে মাসে ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলানকে ৫-০ ব্যবধানে বিধ্বস্ত করে ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ঘরে তুলে ফরাসি জায়ান্টরা। সেই ম্যাচেই ঘটে অনাকাঙ্খিত ঘটনা।
বড় ব্যবধানে শিরোপা জয়ের পরপরই পিএসজির সমর্থকেরা আবেগাপ্লুত হয়ে পড়েন। ঢুকে পড়েন মাঠে। আতশবাজি ফোটানো, বস্তু নিক্ষেপ, সম্পত্তির ক্ষতিসাধন ও অশোভন বার্তা প্রদর্শন করেন পিএসজির সমর্থকরা। বাদ যায়নি মাঠের ঘাসও। এমন উৎসবের দিনের স্মৃতি হজজিসেবে অনেকেই মাঠের ঘাসও তুলে নিয়ে যান। গোলপোস্টের পেছনের গ্যালারি থেকে হাজার হাজার সমর্থক মাঠে ঢুকে পড়লে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
ওই দিনের ঘটনার জন্য উয়েফা দেড় লাখ ইউরো জরিমানা করে। একই সঙ্গে আগামি অ্যাওয়ে ম্যাচে পিএসজির সমর্থকদের নিষেধাজ্ঞা দেওয়া হয়। যদিও তা পরবর্তী দুই বছরের জন্য স্থগিত রাখা হয়েছে। ২০২৪ মৌসুমটি ছিল পিএসজির ইতিহাসে অন্যতম সেরা। চ্যাম্পিয়নস লিগ এবং ফ্রেঞ্চ লিগ জয়ের পাশাপাশি তারা ক্লাব বিশ্বকাপেও দুর্দান্ত খেলেছে। যদিও ফাইনালে চেলসির কাছে পরাজিত হয়েছে লুইস এনরিকের দল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০