স্পোর্টস ডেস্কঃ আইপিএলে শুরুর দুই ম্যাচে দিল্লি ক্যাপিটালসের হয়ে সুযোগ পাননি পৃথ্বী শ। সর্বশেষ দুই ম্যাচে সুযোগ পেয়ে করেছেন ৪৩ ও ১০ রান। ভারতের জার্সিতে ১২ ম্যাচ খেলা ব্যাটার যখন দিল্লির হয়ে সুযোগ পেলেন তখনই আবার মাঠের বাইরের এক দুঃসংবাদ শুনলেন। তাঁর বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির অভিযোগের তদন্তের আদেশ দিয়েছেন মুম্বাইয়ের আদালত।
ভারতের সামাজিক যোগাযোগমাধ্যম ইনফ্লুয়েন্সার স্বপ্না গিল ২০২৩ সালে পৃথ্বীর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলেছিলেন। পুলিশকে সেই অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন মুম্বাইয়ের একটি আদালত। বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, মুম্বাইয়ের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস সি তাইদে ১৯ জুনের মধ্য পুলিশকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
পৃথ্বীর বিরুদ্ধে এফআইআর না নেওয়ার অভিযোগে পুলিশের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার আবেদন করেছিলেন স্বপ্না গিল। তবে সেটি খারিজ করে দিয়েছেন আদালত। ২৪ বছর বয়সী পৃথ্বী তাঁর বিরুদ্ধে শ্লীলতাহানির এই অভিযোগ শুরু থেকেই প্রত্যাখান করে আসছেন। এর আগে ২০২৩ সালের আন্ধেরি বারে পার্টি করতে বন্ধুদের সঙ্গে বারে গিয়েছিলেন ভারতীয় এই ব্যাটার। সেখানে তাঁকে পেয়ে সেলফি তোলার আবদার করেছিলেন স্বপ্না।
প্রথমবার সেলফির আবদার পূরণও করেন ২৪ বছর বয়সী পৃথ্বী। স্বপ্না পুনরায় সেলফি তুলতে চাইলে তিনি অস্বীকৃতি জানালে তাঁর ওপর আক্রমণ করেন স্বপ্নাসহ তাঁর বন্ধুরা। এমনকি ঘটনার সময় ভারতীয় ব্যাটারের গাড়িও ভেঙে দিয়েছিলেন এই ইনফ্লুয়েন্সার। পরে ভিডিওটি ভাইরাল হয়েছিল। পৃথ্বী থানায় অভিযোগ করলে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে স্বপ্নাসহ ৮ জনকে গ্রেপ্তার করেছিলেন পুলিশ। বর্তমানে তিনি জামিনে আছেন। প্রসঙ্গত, ভারতের হয়ে ৫টি টেস্ট, ৬টি ওয়ানডে এবং একটি টি–টোয়েন্টি খেলেছেন পৃথ্বী।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post