স্পোর্টস ডেস্কঃ প্রকাশ করা হয়েছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সূচি। আগামী ২০২৪ সালের ১৯ জানুয়ারি থেকে শুরু হবে টুর্নামেন্ট। আর ফাইনালের মধ্য দিয়ে ১১ ফেব্রুয়ারি শেষ হবে টুর্নামেন্ট। এবার বিশ্বকাপের আয়োজক ছিল শ্রীলঙ্কা। তবে তাদেরকে নিষিদ্ধ করার পর, আয়োজক দেশ হয় দক্ষিণ আফ্রিকা। আর সেই দক্ষিণ আফ্রিকাতেই এবারের যুব বিশ্বকাপ হবে।
১৯ জানুয়ারি উদ্বোধনী দিনে মুখোমুখি হবে আয়ারল্যান্ড-যুক্তরাষ্ট্র ও দক্ষিণ আফ্রিকা-উইন্ডিজ। তবে ২০ জানুয়ারি বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে। ব্লুমফন্টেইনে তাদের প্রতিপক্ষ ভারত। এই দক্ষিণ আফ্রিকার মাঠে, ভারতের বিপক্ষেই ফাইনাল জিতে প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।
গ্রুপ ‘এ’তে বাংলাদেশ, ভারত ছাড়াও আছে আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্র। আয়ারল্যান্ডের বিপক্ষে ২২ জানুয়ারি নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশ মাঠে নামবে ২৬ জানুয়ারি।
৪১ ম্যাচের বিশ্বকাপে সব মিলিয়ে ১৬টি দেশ চারটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। ৬ ও ৮ ফেব্রুয়ারি হবে টুর্নামেন্টের সেমি ফাইনাল। ফাইনাল হবে ১১ ফেব্রুয়ারি। সেমি ফাইনাল ও ফাইনালে রিজার্ভ ডে আছে।
প্রতিটি গ্রুপ থেকে ৩টি করে দল যাবে পরের রাউন্ডে। ৪টি গ্রুপ থেকে সব মিলিয়ে মোট ১২টি দল যাবে সুপার সিক্সে। এর মধ্যে সুপার সিক্সে একটি গ্রুপে ‘এ’ গ্রুপের সেরা তিন দলের সাথে থাকবে ‘ডি’ গ্রুপের সেরা তিন দল। অপর দিকে আরেকটি গ্রুপে ‘বি’ গ্রুপের সেরা তিন দলের সঙ্গে সুপার সিক্সে জায়গা করে নিবে ‘সি’ গ্রুপের সেরা তিন দল। এরপর সুপার সিক্সের দুই গ্রুপ থেকে দুটি করে মোট চারটি দল উঠবে সেমি ফাইনালে।
‘এ’ গ্রুপ- বাংলাদেশ, ভারত, আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্র।
‘বি’ গ্রুপ- ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড।
‘সি’ গ্রুপ- অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে ও নামিবিয়া।
‘ডি’ গ্রুপ- আফগানিস্তান, পাকিস্তান, নিউজিল্যান্ড ও নেপাল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post