স্পোর্টস ডেস্কঃ রোমাঞ্চকর এক লড়াইয়ের সাক্ষী হলো স্ট্যামফোর্ড ব্রিজ। আক্রমণের জবাবে চলল পাল্টা আক্রমণ, গোলের জবাবে গোল। প্রিমিয়ার লিগে রোববার রাতে চেলসি ও ম্যানচেস্টার সিটির মধ্যকার ম্যাচে গোল হয়েছে ৮। দুই দলই করেছে ৪টি করে গোল। তবে কেউ জেতে নি। পয়েন্ট ভাগাভাগি করে নিতে হয়েছে।
এমন ম্যাচ উপহার দেওয়ার কারণেই প্রিমিয়ার লিগ সেরা বলে মন্তব্য চেলসি কোচ মাওরিসিও পচেত্তিনোর। আর্জেন্টাইন এই কোচ বলেন, ‘এ কারণেই প্রিমিয়ার লিগ বিশ্বের সবচেয়ে অবিশ্বাস্য লিগ। সবাই এমন একটা দুর্দান্ত ম্যাচে নিজের ছাপ রাখতে চেয়েছে। সবাই বলছে, কী জমজমাট ম্যাচই না হয়েছে। ম্যানচেস্টার সিটি এখন বিশ্বের সেরা ক্লাব, আর তাদের বিপক্ষে তিন পয়েন্টের জন্য সাহস দেখিয়েছে এবং প্রচেষ্টা চালিয়ে গেছে চেলসি।’
লিগে এখন পর্যন্ত ১৬ পয়েন্ট নিয়ে দশম স্থানে চেলসি। দিনের আরেক ম্যাচে ব্রেন্টফোর্ডকে ৩-০ গোলে হারানো লিভারপুল ২৭ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে। তাদের সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে তিন নম্বরে আর্সেনাল। টটেনহ্যাম হটস্পার ২৬ পয়েন্ট নিয়ে আছে চতুর্থ স্থানে। টানা তিন জয়ের পর আবারও পয়েন্ট হারাল ম্যানচেস্টার সিটি। তারপরও লিগ টেবিলের শীর্ষেই আছে তারা; ১২ ম্যাচে ৯ জয় ও ১ ড্রয়ে তাদের পয়েন্ট ২৮।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post