স্পোর্টস ডেস্কঃ আরও একটি বিপিএলের ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সোমবার টুর্নামেন্টের প্রথম কোয়ালিফায়ারে রংপুর রাইডার্সকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে শিরোপার একেবারে কাছাকাছি চলে গেছে বর্তমান চ্যাম্পিয়নরা। টুর্নামেন্টে পঞ্চম শিরোপার বাতাস পাচ্ছে কুমিল্লা।
আর ঠিক এই সময়ে দলটির শিবিরে দারুণ এক সুসংবাদ। বিপিএলের ফাইনালে পেসার মুস্তাফিজুর রহমানকে পাচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তার খেলতে কোনো বাঁধা নেই বলে জানিয়েছেন বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরি।
দেবাশীষ চৌধুরি বলেন, ‘মুস্তাফিজ ভালো আছে। আজ তাকে ডাক্তার দেখেছে। সেলাই খুলে দেয়া হয়েছে। ফাইনালে খেলতে বাধা নেই আর। সে খেলবে। এক কথায় বলতে গেলে খেলার জন্য ফিট।’
বিপিএলের চট্টগ্রাম পর্বে অনুশীলনে একটি বল মাথায় লাগে মুস্তাফিজের। রক্তক্ষরণ হয় এই পেসারের। স্থানীয়ভাবে স্ক্যান করা হয় ও সেলাই দেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য পরবর্তীতে ঢাকায় এনে পর্যবেক্ষণে রাখা হয়। কুমিল্লা দলের ফিজিও এবং বিসিবি চিকিৎসকরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছিলেন।
চোটের কারণে লিগ পর্বে শেষ দিকে দুটি ম্যাচ ও কোয়ালিফায়ার ম্যাচ মিস করেন মুস্তাফিজ। সব মিলিয়ে ৩ ম্যাচ পর আবারও বিপিএলে ফিরতে যাচ্ছেন এই কাটার মাস্টার। বিগ ম্যাচে ফিজকে পাওয়া কুমিল্লার জন্য দারুণ সুসংবাদ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post