স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপের পরে ইউরোপের শীর্ষ লিগ শুরু হয়ে গেছে। প্রিমিয়ার লিগের একটি করে রাউন্ড মাঠে গড়িয়েছে। বুধবার রাতে লিগ ওয়ানে মাঠে নামে পিএসজি। ওই ম্যাচে কিলিয়ান এমবাপে-নেইমার জুনিয়র খেললেও ছিলেন না লিওনেল মেসি।
বুধবার রাতে স্ত্রাসবুর্গের বিপক্ষে ঘরের মাঠে ২-১ গোলে জিতেছে পিএসজি। প্রথমার্ধে দলকে এগিয়ে নেন অধিনায়ক মার্কিনিয়োস। দ্বিতীয়ার্ধে তার আত্মঘাতী গোলেই সমতা ফেরে ম্যাচে। যোগ করা সময়ে কিলিয়ান এমবাপের গোলে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে পিএসজি। ১৬ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই রইল ক্রিস্তোফার গালতিয়েরের দল।
ম্যাচ জিতিয়ে সংবাদ মাধ্যমে সম্প্রতি শেষ হওয়া বিশ্বকাপ ফাইনাল প্রসঙ্গে মুখ খুললেন ফ্রান্সের ফরোয়ার্ড এমবাপে। ফাইনালে টাইব্রেকারে ফ্রান্সকে ৪-২ গোলে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপের শিরোপা ঘরে তুলে আর্জেন্টিনা। লিওনেল মেসি ও এমিলিয়ানো মার্টিনেজের বীরত্বে আর্জেন্টিনা পায় অধরা বিশ্বকাপ ট্রফি। নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে ড্র ছিল। এরপর অতিরিক্ত ৩০ মিনিটেও ম্যাচে ফল আসে নি।
বুধবার রাতের ম্যাচ শেষে এমবাপে ফাইনাল হার প্রসঙ্গে বলেন, ‘ফাইনালের হার আমি কখনোই হজম করতে পারব না। আমি পিএসজি কোচ ও সতীর্থদের বলেছি, জাতীয় দলের ব্যর্থতার জন্য ক্লাব ভুগবে না। ফ্রান্সের হারের জন্য পিএসজি দায়ী নয়। যে কারণে আমি সর্বোচ্চ দম নিয়ে, ইতিবাচকভাবে ফিরেছি।’
লিও ওয়ানের পয়েন্ট টেবিলের দ্বিতীয় লাঁসের সঙ্গে ৮ পয়েন্ট ব্যবধানে এগিয়ে পিএসজি। ১৫ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে দুইয়ে লাঁস। আগামী রোববার এই প্রতিপক্ষের বিপক্ষে খেলবে প্যারিসের দলটি। ম্যাচটিতে নিষেধাজ্ঞার কারণে খেলা হবে না ব্রাজিলিয়ান তারকা নেইমারের। স্ত্রাসবুর্গের বিপক্ষে লাল কার্ড দেখে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন এই ফরোয়ার্ড। এদিকে মেসিও থাকছেন না পিএসজির পরবর্তী কয়েকটি ম্যাচে। বিশ্বকাপ শেষে ছুটিতে আছেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।