স্পোর্টস ডেস্ক:: পাকিস্তান ও শ্রীলঙ্কা ফাইনালের আগেই মাঠে নামলো ড্রেস রিহার্সেলে। রোববার দুই দলের ফাইনাল। তার আগে আজ সুপার ফোরের শেষ ম্যাচেও প্রতিপক্ষ এই দুই দল। শিরোপা নির্ধারণী লড়াইয়ের আগে পাকিস্তান দল দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে দিয়েছে বিশ্রাম।
ফাইনালের আগে ম্যাচে দুই দল বিশ্রাম দিয়েছে গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের। পাকিস্তান একাদশে নেই নাসিম শাহ ও শাদাব খান। আফগানদের বিপক্ষে জয়ের নায়ক এই দুই ক্রিকেটার। শ্রীলঙ্কাও তাদের একাদশে দু’টি পরিবর্তন এনেছে। লঙ্কান একাদশে নেই চারিথ আসলাঙ্কা ও আসিথা ফার্নান্দো।
পাকিস্তান টিম ম্যানেজম্যান্ট সুযোগ দিয়েছে হাসান আলী ও উসমান কাদিরকে। শ্রীলঙ্কা গুরুত্বহীন ম্যাচে সুযোগ দিয়েছে ধনাঞ্জয়া ডি সিলভা ও মধুসনকে। তবে পাকিস্তানের শাদাব খানের চোটের সমস্যা রয়েছে। বাবর আজম প্রত্যাশা করছেন ফাইনালের আগেই ফিট হয়ে যাবেন এই তারকা।
রোববার শিরোপার লড়াইয়ে মাঠে নামবে দুই দল। তার আগে আজ নিজেদের ঝালিয়ে নিচ্ছে একে অপরের বিপক্ষে। সুপার ফোর থেকে ভারত ও আফগানিস্তানকে বিদায় করেছে পাকিস্তান-শ্রীলঙ্কা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০