নিজস্ব প্রতিবেদকঃ ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামছে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) ওয়ানডে ফরম্যাটের টুর্নামেন্টের। মিরপুরের শের-ই বাংলায় ফাইনালে মুখোমুখি হয়েছে সাউথ জোন ও নর্থ জোন। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ম্যাচও।
টস জিতে ম্যাচে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন সাউথ জোনের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। যার ফলে আগে ব্যাট করছে লিটন দাসের নেতৃত্বাধীন নর্থ জোন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত নর্থ জোনের সংগ্রহ ৪ ওভারে ১ উইকেট হারিয়ে ১৮ রান। ইনিংসের শুরুতেই ওপেনার শাহদাত হোসেন দিপুর উইকেট হারায় দলটি। তবে উইকেটে আছেন লিটন দাস। তাকে সঙ্গ দিচ্ছেন সৈকত আলি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা