Home ক্রিকেট ক্লাব ক্রিকেট ফিটনেস চ্যালেঞ্জে ‘৩০ বছরে’ ফিরে গেলেন ব্রাভো

ফিটনেস চ্যালেঞ্জে ‘৩০ বছরে’ ফিরে গেলেন ব্রাভো

0

স্পোর্টস ডেস্কঃ ‘নিজের ৩০ কে খুঁজে পান’ এই স্লোগানকে সামনে রেখে দুবাইয়ের একটি ফিটনেস চ্যালেঞ্জ প্রোগ্রামের চলমান রয়েছে। ২০১৭ সালে দুবাইয়ের ক্রাউন প্রিন্স ও এক্সিকিউটিভ কাউন্সিলের চেয়ারম্যান শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম এটি গড়ে তুলেন। দুবাইয়ে বেড়াতে আসা ও এখানে থাকা মানুষের প্রতিদিনের জীবনে ভালোভাবে জায়গা করে নিয়েছে এটি।

ভালো থাকা ও নিজের ফিটনেসকে উদযাপন করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। মূলত পুরো পৃথিবীকে মাসের ৩০ দিন অন্তত ৩০ মিনিট করে শরীরের যত্ন নেওয়ার জন্য অনুপ্রেরণা জুগিয়ে থাকে। আগামী জানুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া ইন্টারন্যাশনাল লিগ (আইএল) টি-টোয়েন্টিতে অংশ নিতে যাওয়া ক্রিকেটাররাও মনে করেন, বর্তমান যুগের ক্রিকেটারদের ফিটনেসের চাহিদা মেটাবে এই কার্যক্রম।

আগামীর তারকাদের মধ্যে সচেতনতা তৈরির জন্য আইসিসি একাডেমির সঙ্গে যৌথভাবে একটি আয়োজন করা হয়। আর সেখানে উপস্থিত ছিলেন আইএলটি-২০তে এমআই এমিরেটসের প্রতিনিধিত্ব করতে যাওয়া ক্যারিবিয়য়ান অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো।

এই প্রসঙ্গে এমিরেটস ক্রিকেটের সাধারণ সম্পাদক মুবাশ্বির ওসমানি বলেন, ‘দুবাই ফিটনেস চ্যালেঞ্জ ৩০ ইনটু ৩০ কে আইএলটি-২০ এর মাধ্যমে সমর্থন জানাতে পেরে আমরা আনন্দিত। ব্রাভোর কাছেও আমরা কৃতজ্ঞ এই মৌসুমে নেতৃত্ব দিয়ে স্বাস্থ্যকর ও ফিট থাকায় অনুপ্রেরণা যোগানোয়। আমরা বিশ্বাস করি এই তরুন ও প্রতিভাবান ক্রিকেটাররা নিজেদের লাইফ স্টাইল ও ফিটনেসের ব্যাপারে আরও সচেতন হবে। আর খুঁজে পাবে কীভাবে তারা আরও লাভবান হতে পারে নিজেদের স্বপ্ন ও লক্ষ্য পূরণে।’

এই নিয়ে ব্রাভো বলেন, ‘দুবাই ও এর নেতাদের কাছ থেকে এটা দারুণ উদ্যোগ। আমি এটার অংশ হতে পেরে সত্যিই আনন্দিত। এটা স্বাস্থ্যের ব্যাপারে দারুণ বার্তা দেয়। তরুণদের তাদের জীবনযাত্রা ও স্বাস্থ্যের ব্যাপারে জানানো খুব গুরুত্বপূর্ণ- যে কেউ এটা যেকোনো বয়সে শুরু করতে পারে, আসল ব্যাপার হচ্ছে শুরু করা। যদি আমি বাচ্চা ও তাদের অভিভাবকদের অনুপ্রাণিত করি, একটা বদল আনলেও কাজ হয়েছে।’

এদিকে দুবাই স্পোর্টস সিটির ক্রিকেট বিজনেসের প্রধান সালমান হানিফ বলেছেন, ‘আগামীর অ্যাথলেটদের উন্নতির জন্য ফিটনেস অবিচ্ছেদ্য অংশ। আমরা ও আইসিসি একাডেমি নিজেদের সব প্রোগ্রামেই এগুলো রাখতে চাই। ব্রাভোর সঙ্গে একাডেমির ছাত্ররা ৩০ ইনটু ৩০ প্রোগ্রামে অংশ নেওয়া অনুপ্রেরণা যেগাচ্ছে। এখানে অংশ নেওয়ায় একাডেমির ছাত্র ও তাদের বাবা-মাকে ধন্যবাদ জানাই।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version