নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের দারুণ ব্যাটিং চলছেই। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে লিড ছাড়িয়ে গেছে পাঁচশ। তৃতীয় দিনে মধ্যাহ্ন বিরতি শেষে অবশ্য টাইগাররা নিজেদের দ্বিতীয় ইনিংসে ধাক্কা খেয়েছে। ফিরেছেন দারুণ ব্যাট করতে থাকা নাজমুল হোসেন শান্ত ও উইকেটে আসা মুশফিকুর রহিম। তবে ফিফটি পূরণ করেছেন মুমিনুল হক।
মিরপুরের হোম অব ক্রিকেটে ৪৯১ রানের লিড নিয়ে মধ্যাহ্ন বিরতিতে গেছে বাংলাদেশ। তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ৪৮ ওভারে বাংলাদেশের সংগ্রহ ছিল ২ উইকেটে ২৫৫ রান। সেখান থেকে এসে শুরুতেই বাংলাদেশ নিজেদের লিড পাঁচশ পার করে নেয়।
তবে এরপর আউট হয়ে ফিরে যান শান্ত। বাংলাদেশের মাত্র দ্বিতীয় ব্যাটার হিসেবে টেস্টে টানা দুই ইনিংসে সেঞ্চুরি হাঁকানোর ইতিহাস গড়া এই ব্যাটারকে ৫৪তম ওভারের প্রথম বলেই ফেরান জহির খান। মিড উইকেটে ক্যাচ তুলে দিয়ে ড্রেসিং রুমে ফেরার আগে শান্ত খেলেন ১২৪ রানের দারুণ ইনিংস। ১৫১ বলের সেই ইনিংসে ১৫টি বাউন্ডারি হাঁকান শান্ত। মুমিনুলের সাথে শান্তর ৮৩ রানের জুটিও ভেঙে যায়।
শান্তর বিদায়ের পরই উইকেটে আসেন মুশফিকুর রহিম। তিনি এসেই আক্রমণাত্বক ব্যাটিং করেন। প্রথম বলে দুই রান নেওয়ার পর, পরের বলেই ছয় হাঁকান। তবে একই ওভারে চতুর্থ ও নিজের খেলা তৃতীয় বলটিতে রিভার্স শট খেলতে গিয়ে স্লিপে ইব্রাহিম জাদরানের হাতে ধরা পড়েন। যার ফলে ৮ রান করেই প্যাভিলিয়নে ফিরেন।
পরের অর্থাৎ ৫৫তম ওভারেই নিজের ফিফটি পূরণ করেন মুমিনুল হক। ৬৭ বলে নিজের টেস্ট ক্যারিয়ারের ১৭তম ফিফটি হাঁকানোর পর এবার অধিনায়ক লিটন দাসকে সাথে নিয়ে ইনিংস এগিয়ে নিয়ে যাচ্ছেন মুমিনুল। দলের রানও পার হয়েছে তিনশ’র কোটা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সবশেষ সংগ্রহ ৫৯ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩১১ রান। লিড প্রায় সাড়ে পাঁচশ রানের কাছাকাছি। ৬৪ রান করে মুমিনুল হক ও ১০ রান করে লিটন দাস অপরাজিত আছেন।
এর আগে দিনের শুরুতে দ্বিতীয় দিনের করা নিজেদের দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ১৩৪ রান করে তৃতীয় দিন শুরু করে বাংলাদেশ। বাংলাদেশ নিজেদের দ্বিতীয় উইকেট হারায় দলীয় ১৯১ রানের মাথায়। জাকির হাসানের সাথে নাজমুল হোসেন শান্তর দুর্দান্ত ১৭৩ রানের জুটি ভাঙে জাকিরের বিদায়ে।
ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয়ে ওপেনার জাকিরকে। থার্ডম্যানে বল টেলে তিন রান নিতে চেয়েছিলেন তিনি। ইব্রাহিম জাদরানের করা দারুণ থ্রো উইকেটকিপার আফসার জাজাইয়ের কাছে পৌঁছেছে, জাকির ক্রিজের বেশ বাইরেই তখন। ৯৫ বলে ৮ চারে ৭১ রান করেন জাকির।
জাকির না পারলেও অবশ্য সেঞ্চুরি তুলে নেন শান্ত। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও দুর্দান্ত সেঞ্চুরি তুলে নেন শান্ত। দ্বিতীয় ইনিংসে তিনি ক্যারিয়ারের চতুর্থ টেস্ট সেঞ্চুরি স্পর্শ করেছেন ১১৫ বল খেলে। বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার হিসেবে এক টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি হাঁকানোর কীর্তি গড়লেন তিনি। টেস্ট ইতিহাসে ৯১তম বারের মতো দুই ইনিংসেই সেঞ্চুরি হাঁকানোর ঘটনা ঘটল।
এর আগে প্রথম বাংলাদেশি হিসেবে ২০১৮ সালে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে মুমিনুল এই কীর্তি গড়েছিলেন। প্রথম ইনিংসে তিনি করেন ১৭৬ রান। দ্বিতীয় ইনিংসে তার ব্যাটে ১০৫ রান। এদিকে চলমান টেস্টে প্রথম ইনিংসে শান্ত খেলেছেন ১৪৬ রানের ইনিংস। এবার সেই বড় ভাই মুমিনুলকে পাশে নিয়েই এক ম্যাচে দ্বিতীয় সেঞ্চুরি হাঁকান শান্ত।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post