স্পোর্টস ডেস্কঃ অ্যাথলেটিকো মাদ্রিদকে হারিয়ে লিগ টেবিলে তিন নম্বরে উঠল বার্সেলোনা। অলিম্পিক স্টেডিয়ামে রোববার রাতে লা লিগার ম্যাচটি ১-০ গোলে জিতেছে শিরোপাধারীরা। ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেছেন গত গ্রীষ্মে অ্যাথলেটিকো থেকে ধারে বার্সেলোনায় আসা জোয়াও ফেলিক্স।
ফেলিক্সের গোলে জয়টি লিগে অ্যাথলেটিকোর বিপক্ষে বার্সেলোনার টানা চতুর্থ। ১৫ ম্যাচে ১০ জয় ও ৪ ড্র নিয়ে বার্সেলোনার পয়েন্ট এখন ৩৪। লিগ পয়েন্ট তালিকায় অবস্থান তিনে। ৩৮ পয়েন্ট করে নিয়ে প্রথম ও দ্বিতীয় স্থানে যথাক্রমে রিয়াল মাদ্রিদ ও জিরোনা। এক ম্যাচ কম খেলে ৩১ পয়েন্ট নিয়ে চারে অ্যাথলেটিকো।
ঘরের মাঠে ২৮তম মিনিটে কাঙ্ক্ষিত গোল পেয়ে যায় বার্সেলোনা। মাঝমাঠ থেকে জুলেস কুন্দের পাস খুঁজে পায় রাফিনিয়াকে। তিনি বল দেন ফেলিক্সকে। বক্সের বাইরে তাকে আটকানোর চেষ্টায় পারেননি নাহুয়েল মোলিনা। ভেতরে ঢুকে ছয় গজ বক্সের কোণা থেকে চিপ শটে এগিয়ে আসা গোলরক্ষককে পরাস্ত করেন ২৪ বছর বয়সী পর্তুগিজ ফরোয়ার্ড। লা লিগায় বার্সেলোনার হয়ে ১২ ম্যাচে ফেলিক্সের দ্বিতীয় গোল এটি।
২০১৯ সালে বেনফিকা থেকে অ্যাথলেটিকোয় নাম লেখান ফেলিক্স। তবে এই পর্তুগিজের সঙ্গে লা লিগার দলটির কোচ দিয়েগো সিমিওনে এবং ক্রীড়া পরিচালক আন্দ্রে বার্তার সম্পর্ক কখনোই ভালো ছিল না। এর সঙ্গে যুক্ত হয়েছিল তাঁর মাঠের খারাপ ফর্ম। গত বছরের শুরুতে অ্যাথলেটিকো তাঁকে চেলসিতে ধারে পাঠায়। যদিও প্রিমিয়ার লিগেও ভালো করতে পারেননি। শেষ পর্যন্ত নিজের বেতন কমিয়েই ধারে চলে এসেছেন বার্সেলোনায়।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post