স্পোর্টস ডেস্ক:: আগের দিন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারলেও এবার স্বাগতিক জিম্বাবুয়েকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আজিজুল হাকিম তামিমের দল দাপট দেখিয়েই জিতেছে স্বাগতিকদের বিপক্ষে। জিম্বাবুয়েকে ৮ উইকেটে হারিয়েছে ২০৯ বল হাতে রেখে।
হারারেতে আগে ব্যাট করা জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দল বাংলাদেশের কিশোরদের বোলিং তোপে মাত্র ৮৯ রানেই গুটিয়ে যায়। জবাবে ব্যাট করতে নামা বাাংলাদেশ মাত্র দুই উইকেট হারিয়ে ১৫.১ ওভারে জিতে যায়। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে বাংলাদেশ ফাইনাল নিশ্চিত করেছে। ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে বাংলাদেশ এখন শীর্ষে। দক্ষিণ আফ্রিকা সমান ম্যাচে সমান পয়েন্ট হলে রানরেটে পিছিয়ে থাকায় দুই নম্বরে। আর স্বাগতিক জিম্বাবুয়ে ৪ ম্যাচে খেলে সবকটিতেই হার।
হারারে স্পোর্টস ক্লাবে আজ শুক্রবার টস হেরে ব্যাট করতে নামা জিম্বাবুয়ে ইয়াং টাইগারদের বোলিং তোপে পড়ে। ওপেনার নাথানিয়েল হ্লাবানগানা ইনিংস সর্বোচ্চ ২৬ রান করেন।ব্রেন্ডন এন্ডিউনি করেন ২০ রান। ২২.৩ ওভারে ৮৯ রানে অলআউট হয় স্বাগতিকরা।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের হয়ে পেসার ইকবাল হোসেন ইমন ২৭ রান দিয়ে শিকার করেন ৪টি উইকেট। বাঁহাতি স্পিনার সঞ্জিত ২৬ রানে ২টি আর লেগস্পিনার স্বাধীন ইসলাম মাত্র ১ রানে নেন ২ উইকেট।
৯০ রানের টার্গেটে খেলতে নামা বাংলাদেশ মাত্র দুই উইকেট হারিয়ে ১৫.১ ওভারে জিতে যায়। দলের পক্ষে কালাম সিদ্দিকী ১৬ বলে ২০ রান করেন। অধিনায়ক আজিজুল হাকিম ম তামিম ৪৭ রানে অপরাজিত থেকে ম্যাচ শেষ করে মাঠ ছাড়েন। ২৬ বলে ২ চার আর ১ ছক্কায় ২১ রানে অপরাজিত থাকেন রিজান।
জিম্বাবুয়ের হয়ে শেলটন দু’টি উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০