নিজস্ব প্রতিবেদকঃ প্রথম ম্যাচ জয়ের পর দ্বিতীয় ম্যাচও জিতল বাংলাদেশ। নেদারল্যান্ডসকে আজ ৯ উইকেটের বড় ব্যবধানে হারাল লিটন দাসের দল। সিলেটে সোমবার এ জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল স্বাগতিকরা। দারুণ এক ফিফটি হাঁকান ওপেনার তানজিদ হাসান। এর আগে বল হাতে দুর্দান্ত বল করেন স্পিনার নাসুম আহমেদ।
ছোট লক্ষ্য তাড়ায় ব্যাট করতে নেমে শুরুটা দেখেশুনেই করেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন। শুরুর জুটিতে তারা যোগ করেন ৪০ রান। কাইল ক্লেইনের বলে এডওয়ার্ডসের হাতে ক্যাচ দিয়ে ইমন ফিরলে ভাঙে এই জুটি। ফেরার আগে তার ব্যাট থেকে আসে ২১ বলে ২৩ রান।
এরপর অধিনায়ক লিটনকে সঙ্গে নিয়ে জয়ের আনুষ্ঠানিকতা সারেন তানজিদ হাসান। এক পর্যায়ে ৩৯ বলে হাফ-সেঞ্চুরি তুলে নেন বাঁহাতি এই ওপেনার। ১৪তম ওভারের প্রথম বলেই বাউন্ডারি মেরে দলকে জেতান তামিম। আগের ম্যাচটি বাংলাদেশ জিতেছিল ৩৯ বল হাতে রেখে, আর এই ম্যাচ টাইগাররা জিতল ৪১ বল হাতে রেখে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০০