স্পোর্টস ডেস্কঃ এশিয়া কাপে সুপার ফোর পর্বে ভারত–শ্রীলঙ্কা ম্যাচে সুপার ওভারে ঘটে এক বিরল ঘটনা, যা বিভ্রান্ত করে খেলোয়াড়, দর্শক এমনকি ধারাভাষ্যকারদেরও। শেষ পর্যন্ত নিয়মের কারণে রান আউট হয়েও বেঁচে যান শ্রীলঙ্কার অলরাউন্ডার দাসুন শানাকা।
আর্শদিপ সিংয়ের অফ স্টাম্পের বাইরের বল ঠিকঠাক খেলতে পারলেন না দাসুন শানাকা। বল ধরেই থ্রো করে স্টাম্প এলোমেলো করে দিলেন সাঞ্জু স্যামসন। শানাকা ক্রিজের বাইরে থাকায় রানআউট দিলেন লেগ আম্পায়ার। আবার কট বিহাইন্ডের আবেদনেও আঙুল তুলে দিলেন মূল আম্পায়ার।
তবু আউট হলেন না দাসুন শানাকা। উল্টো রিভিউ নিয়ে বেঁচে গিয়ে খেললেন পরের ডেলিভারিও। এমন ঘটনাই ঘটলা এশিয়া কাপের সুপার ফোরের শেষ ম্যাচে। ভারত ও শ্রীলঙ্কার সুপার ওভারের চতুর্থ বলে আউট হলেও বিপদ ঘটেনি শানাকার।
ওই বলে কট বিহাইন্ডের আবেদন করেন আর্শদিপ। ব্যাটে লেগেছে ভেবে আঙুল তুলে দেন বাংলাদেশের আম্পায়ার গাজী সোহেল। এর আগেই আবার আন্ডারআর্ম থ্রো করে স্টাম্পও ভাঙেন স্যামসন। শানাকা তখন অনেক বাইরে। তাই নিশ্চিত রানআউটও ছিলেন তিনি।
তবে আম্পায়ার কট বিহাইন্ডের সিদ্ধান্ত দেওয়ায় রিভিউ নেন শানাকা। যার ফলে কট বিহাইন্ডের সিদ্ধান্ত নেওয়ার সঙ্গে সঙ্গে ‘ডেড’ হয়ে যায় বল। তাই আর রান আউট বিবেচনায় আসেনি। এমসিসির আইন বলছে, ‘যখন ডিসমিসাল হবে, তখনই বলটা ডেড হয়ে যাবে।’ গতকালকের ঘটনায় কট বিহাইন্ডের আপিল করেন আরশদীপ, তার মানে স্যামসন শানাকাকে রান আউট করার আগেই বলটা ডেড হয়ে গিয়েছে। রিপ্লেতে যখন দেখা গেল শানাকার ব্যাটে বল লাগেনি, তার ফলে নট আউট ঘোষণা করা হয় তাকে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০০