স্পোর্টস ডেস্ক:: থাইল্যান্ডে চলমান ২১তম ব্যাংক চেস ক্লাব দাবা প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডের খেলা শেষে শীর্ষে অবস্থান করছেন বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার মনন রেজা নীড়।
হুয়া হিন শহরে চলছে আন্তর্জাতিক এই দাবা প্রতিযোগিতা। ২ খেলায় পূর্ণ দুই পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছেন নীড়। দুই রাউন্ড শেষে ৩৯জন মিলিত ভাবে শীর্ষ স্থানে আছেন।
এছাড়া টুর্নামেন্টটিতে অংশ নিয়ে বাংলাদেশ বিমানের ফিদেমাস্টার নাইম হক দুই খেলায় পেয়েছেন দেড় পয়েন্ট। বিমানের আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিল ও ফিদে মাস্টার তৈয়বুর রহমান এক পয়েন্ট করে অর্জন করেছেন। পয়েন্টের খাতা খুলতে পারেননি উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের তাশরিক সায়হান শান।
দ্বিতীয় রাউন্ডে নীড় ফিলিপাইনের মহিলা আন্তর্জাতিক মাস্টার সান দিয়াগোকে, ফিদেমাস্টার নাঈম শ্রীকার্তিকা ভেলমরুগানকে হারিয়েছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

































Discussion about this post