স্পোর্টস ডেস্কঃ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে লিটন দাসের দল প্রথম ম্যাচে ১ উইকেটে জয়ের পর দ্বিতীয় ম্যাচে ৫ রানে জয় পায়। মেহেদী হাসান মিরাজের অবিশ্বাস্য সেঞ্চুরি ও মাহমুদউল্লাহ অপ্রতিরোধ্য লড়াইয়ে ভারতকে ২৭২ রানের লক্ষ্য দেয় স্বাগতিকরা। রান তাড়ায় ২৬৬ রানে থামে সফরকারীদের ইনিংস।
ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা- আইসিসি ভারত-বাংলাদেশ ম্যাচ শুরুর আগে একটি পোস্ট করেছিল। আইসিসি নিজেদের অফিসিয়াল টুইটারে কানাডার ক্রিকেটারদের ছবি পোস্ট করে, আর সেখানে লেখা ছিল, ‘দ্বিতীয় একদিনের ম্যাচ জিতে কি সিরিজ পকেটে পুরতে পারবে বাংলাদেশ? মিরপুরে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এখানে লাইভ আপডেট দেখুন।’ সেইসঙ্গে ওই লাইভ ব্লগের লিঙ্ক পোস্ট করা হয়।
টুইটার থেকে নিজেদের ভুলে ভরা পোস্টটি দ্রুত মুছে দেয় আইসিসি। তবে নেটিজেনদের চোখ এড়াতে পারে নি সেটি। অনেকে আইসিসির ডিজিটাল মাধ্যম নিয়ে কড়া সমালোচনা করেছেন। অনেকে ব্যঙ্গ করেছেন এরকম পোস্ট নিয়ে!
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০