স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচগুলো ভারতেই আয়োজন করতে চায় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। কলকাতাকে বাদ দিয়ে দেশটির অন্য দুই শহরে বাংলাদেশের ম্যাচ নিচ্ছে সংস্থাটি। তবে বাংলাদেশ স্পষ্ট জানিয়ে দিয়েছে, ভারতের কোনো ভেন্যুতেই খেলবে না তারা।
আইসিসি টি-২০ সূচি অনুযায়ী বাংলাদেশের তিনটি ম্যাচ কলকাতার ইডেন গার্ডেন্সে, অন্যটি মুম্বাইয়ের ওয়াংখেড়েতে। আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেওয়ার ইস্যুতে বাংলাদেশ ভারতে খেলতে চাইছে না। বিকল্প ভেন্যু শ্রীলঙ্কায় খেলতে চায় বিসিবি। অন্য দিকে পাকিস্তান জানিয়েছে, তারা সব সাপোর্ট নিয়ে প্রস্তুুত আছে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে।
বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কার মাটিতে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিরাপত্তা শঙ্কায় ভারতের বদলে নিজেদের ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজনের জন্য আইসিসিকে চিঠি দেয়। এরপরই আইসিসি ও বিসিসিআই সিদ্ধান্ত নেয় কলকাতার বদলে ভারতের অন্য দুই শহরে ম্যাচ আয়োজনের।
ক্রিকবাজ জানিয়েছে, বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরানোর সম্ভাবনা খুবই কম। এগুলো দক্ষিণ ভারতে তথা চেন্নাই ও কেরালায় আয়োজনের কথা ভাবছে আইসিসি ও বিসিসিআই। চেন্নাইয়ে ভেন্যু হিসেবে ভাবা হচ্ছে তামিল নাডু ক্রিকেট অ্যাসোসিয়েশনের চিপক ও কেরালায় থিরুভানান্থাপুরামের কোনো মাঠের কথা। দুই অ্যাসোসিয়েশনের সঙ্গে আইসিসি ও বিসিসিআই যোগাযোগ করেছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০






























