স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশ ক্রিকেট বোর্ড ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষার জন্য নতুন নিয়ম চালু করেছে। ছয় মিনিটে একজন ক্রিকেটারকে ১৬০০ মিটার দৌড়াতে হবে। জাতীয় দল ও জাতীয় দলের আশপাশে থাকা ক্রিকেটাররাও অংশ নিচ্ছেন ফিটনেস টেস্টে।
তাছাড়া ক্রিকেট বোর্ড জানিয়েছে, এবার প্রথম শ্রেণীর ক্রিকেট খেলতে সব ক্রিকেটারকেই ফিটনেস পরীক্ষা দিতে হবে। ফিটনেস পরীক্ষা পাশ করতে হবে তাদের। দেশের ক্রিকেটাররা তাই ফিটনেসে ঘাম ঝড়াচ্ছেন।
রোববার ভোরে জাতীয় দল ও জাতীয় দলের আশপাশে থাকা ক্রিকেটাররা ভীড় জমান জাতীয় স্টেডিয়ামে। গুলিস্তানের হোম অব ফুটবলে হঠাৎ ক্রিকেটারদের আগমন ফিটনেসট টেস্টের জন্যই। জাতীয় স্টেডিয়ামের অ্যাথলেটিক্স টার্ফে ফিটনেস পরীক্ষা দেন ক্রিকেটাররা। দুই গ্রুপের ফিটনেস টেস্টে সেরা হয়েছেন পেসার নাহিদ রানা ও তানজীম হাসান সাকিব। সকাল ৬টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত চলেছে তাদের ফিটনেসের টেস্ট।
প্রথম ভাগে ১১ জন ক্রিকেটার ফিটনেস পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে প্রথম হয়েছেন নাহিদ রানা। দ্বিতীয় গ্রুপে ১৫ জনে ক্রিকেটার অংশ নেন। এবার সেরা হন তানজিম হাসান সাকিব। নাহিদ রানার লেগেছে ৫ মিনিট ৩১ সেকেন্ড, তানজিম সাকিব দৌড় শেষ করেছেন ৫ মিনিট ৫৩ সেকেন্ডে।
জাতীয় দলের ক্রিকেটারদের এই টেস্টে অংশ নেননি টি-২০ দলের অধিনায়ক লিটন দাস ও তাওহিদ হৃদয়। ছিলেন না এশিয়া কাপের প্রাথমিক স্কোয়াডে রাখা ‘এ’ দলের চার ক্রিকেটারও, তারা টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ খেলতে গেছেন অস্ট্রেলিয়ায়।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০