নিজস্ব প্রতিবেদকঃ বৃষ্টির কারণে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যকার তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। বুধবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নামা বাংলাদেশ তাদের ইনিংসের ২০ ওভার ব্যাট করতে পারেনি। ১৯তম ওভারে বৃষ্টি হানা দিলে সেই বৃষ্টি আর থামে নি। রাত ৯ঃ৪৩ মিনিটে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন রেফারি।
সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাট করতে নেমেছিল বাংলাদেশ। দুই দফা বৃষ্টির বাধার মাঝে লিটন দাসের মারকুটে ফিফটির ইনিংসে ১৮.২ ওভার ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ১৬৪ রান সংগ্রহ করে স্বাগতিকরা। কিন্তু সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে এদিন দ্বিতীয় দফায় বৃষ্টিটা বেশিই ভুগিয়েছে। বাংলাদেশ আর ব্যাট করতে পারবে না সেটা ঠিক হয়ে গিয়েছিল। অপেক্ষা ছিল, নিয়মানুযায়ী অন্তত নেদারল্যান্ডস যেন ৫ ওভার ব্যাট করতে পারে। সেটা হলেও ম্যাচের ফল আসতো। কিন্তু বৃষ্টি সে সুযোগও দিলো না। খেলা শুরুর জন্য নির্ধারিত শেষ সময় ৯টা ৪৮ মিনিটেও কোনো সম্ভাবনা না দেখে ম্যাচ অফিশিয়ালরা পরিত্যক্তের ঘোষণা দেন।
বৃষ্টি-বিঘ্নিত ম্যাচে ১৮ ওভার ২ বলে ৪ উইকেট হারিয়ে ১৬৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৭৩ রান করেন লিটন দাস। নিয়মিত দুই ওপেনার বিশ্রামে থাকায় আজ ইনিংস ওপেন করেন লিটন দাস ও সাইফ হাসান। সাইফ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। ৮ বলে ১২ রানে ফিরেছেন তিনি। বাংলাদেশের ভালো শুরু থামিয়েছে বৃষ্টি। ইনিংসের পঞ্চম ওভারের খেলার সময় হানা দেয় বৃষ্টি। বৃষ্টির পর উইকেট কিছুটা স্লো হয়। বৃষ্টির পরপরই ব্যাক্তিগত ফিফটির দেখা পান তিনি। ২৭ বলে এই মাইলফলক ছুঁয়েছেন অধিনায়ক। লিটন এক প্রান্তে সাবলীল ব্যাটিং করলেও আরেক প্রান্তে বেশ ভুগেছেন তাওহিদ হৃদয়-শামিম হোসেনরা। ১৪ বলে ৯ রান করেছেন হৃদয়। আর শামিমের ব্যাট থেকে এসেছে ১৯ বলে ২১ রান।ফিফটির পর কিছুটা ক্লান্ত ছিলেন লিটন। শেষ পর্যন্ত ৪৬ বলে ৭৩ রান এসেছে অধিনায়কের ব্যাট থেকে। শেষ দিকে দ্রুত রান তোলার চেষ্টা করেছেন নুরুল হাসান সোহান ও জাকের আলি। সোহান ১১ বলে ২২ রান করে অপরাজিত থেকেছেন, আর জাকেরের ব্যাট থেকে এসেছে ১৩ বলে অপরাজিত ২০ রান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০০