স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের নতুন এডহক কমিটি ঘোষণা করা হয়েছে। দেশসেরা ব্যাডমিন্টন তারকা, একাধিকবারের সাবেক জাতীয় চ্যাম্পিয়ন, ব্যাডমিন্টন লিজেন্ড রাসেল কবির সুমন ফেডারেশনের সাধারন সম্পাদকের দায়িত্ব পেয়েছেন। নিজের খেলোয়াড়ি জীবনে অত্যন্ত সফল দেশসেরা তারকা সুমন এর আগে ফেডারেশনে বিগত দুই মেয়াদে কার্যনির্বাহী সদস্য ও যুগ্ম সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করেন।
নতুন এডহক কমিটিতে ব্যাডমিন্টন লিজেন্ড সুমনের সাথে ১ম বারের মতো ফেডারেশনের কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন সাবেক জাতীয় চ্যাম্পিয়ন মো. রইস উদ্দিন ও কার্যনির্বাহী সদস্য হয়েছেন বর্তমান জাতীয় চ্যাম্পিয়ন সিলেটের গৌরব সিংহ। একাধিকবারের জাতীয় জুনিয়র চ্যাম্পিয়ন ও বর্তমান দেশসেরা শাটলার গৌরব সিংহ সিলেট মহানগরের ২০নং ওয়ার্ডের মনিপুরিপাড়ার বাসিন্দা।
আজ বুধবার ) বাংলাদেশ জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম এনডিসি’র স্বাক্ষরিত নতুন ঘোষিত এডহক কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন সালাহ উদ্দিন আলমগীর, সহ সভাপতি য়থাক্রমে সফিউল আলম ও মো. তারিকুল ইসলাম চৌধুরী, সাধারন সম্পাদক রাসেল কবির সুমন, যুগ্ম সাধারন সম্পাদক বেগম তাপটুন নাসরিন, কোষাধ্যক্ষ মো. রইস উদ্দিন, কার্যনির্বাহী সদস্য যথাক্রমে মো. কামরুজ্জামান, হাবিব হাসান মনার, রফিকুল ইসলাম বাবুল, রাইসুল আলম খাঁন, ডা. আসাবুল হক সোহান, মো. সালাহ উদ্দিন খাঁন, মাহমুদ রিয়াজ, মনির উজ জামান, এ এফ এম আব্দুস সাকিব, গৌরব সিংহ। এছাড়াও বাংলাদেশ পুলিশ, আনসার ভিডিপি ও বিকেএসপি থেকে একজন করে প্রতিনিধি নতুন এডহক কমিটিতে কার্যনির্বাহী সদস্যের দায়িত্ব পালন করবেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০