স্পোর্টস ডেস্ক:: ফুটবলে বাংলাদেশ-ভারত মানেই বাড়তি উত্তেজনা। হামজা চৌধুরী, ফাহামিদুল, শামিতরা আসায় সেই উত্তেজনা আরো বেড়েছে। এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে বাংলাদেশ-ভারত ম্যাচটি সিলেটে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিলো বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
আগামি ১৮ নভেম্বর সিলেট জেলা স্টেডিয়ামে ম্যাচটি আয়োজনের কথা। তবে এবার সিদ্ধান্ত বদলেছে বাফুফে। সিলেটে আয়োজন করছে না বাংলাদেশ-ভারত ম্যাচ। ঢাকায়ই আয়োজন হবে। জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন।
ফুটবলে বইছে দিন বদলের হাওয়া। দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুুতে এখন ফুটবল। আগামি ১০ জুন সিঙ্গাপুর ও বাংলাদেশ ম্যাচের টিকিট নিয়ে রীতিমতো হাহাকার চলছে। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে ফেডারেশন। যোগানের চেয়ে কয়েকগুণ বেশি চাহিদা টিকিটের জন্য।
ফুটবলে ঢাকার মানুষের এমন আগ্রহ দেখা ফেডারেশন সিলেট থেকে বাংলাদেশ-ভারত ম্যাচ সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে। বাফুফের কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস। তিনি জানিয়েছেন, আগামী ১৮ নভেম্বর বাংলাদেশ-ভারত ম্যাচ ঢাকা জাতীয় স্টেডিয়াম অনুষ্ঠিত হবে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০