স্পোর্টস ডেস্ক:: এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের বাঁচা-মরার লড়াই। আগামিকাল আবুধাবিতে আফগানদের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। এই ম্যাচের আগে বিপাকে পড়েছে আফগানিস্তান।
বাংলাদেশের বিপক্ষে তাদের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোটে পড়েছেন এক ক্রিকেটার। কাঁধের ইনজুরিতে এশিয়া কাপ শেষ হয়ে গেছে আফগান তারকা নাভিন উল হকের। বাংলাদেশের বিপক্ষে খেলতে পারবেন না এই পেসার।
শুধু বাংলাদেশের বিপক্ষেই নয়, এশিয়া কাপে আর খেলা হবে না নাবিনের। আফগানিস্তান ক্রিকেট বোর্ড বিষয়টি নিশ্চিত করেছে। নাভিনের জায়গায় দলে নেওয়া হয়েছে আব্দুল্লাহ আহমজাইকে।
হংকংয়ের বিপক্ষে জিতলেও শ্রীলঙ্কার বিপক্ষে হেরে এশিয়া কাপের সুপার ফোর অনিশ্চিত বাংলাদেশের। লিটন কুমার দাসের দলকে সুপার ফোরে খেলতে আপাতত আফগানিস্তানকে হারাতেই হবে। এরপর বসতে হবে রানরেটের হিসেবে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০































