স্পোর্টস ডেস্কঃ ভারতের ত্রিপুরা রাজ্যের ক্রিকেট পরামর্শক হিসেবে নিয়োগ পেলেন ল্যান্স ক্লুজনার। বছরে ১০০ দিন কাজ করবেন দক্ষিণ আফ্রিকার এই সাবেক ক্রিকেটার। খেলোয়াড়ী জীবন শেষে বিভিন্ন দেশের জাতীয় দল ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কাজ করেছেন তিনি। এবার তাঁকে দেখা যাবে ভারতের রাজ্য দলের পরামর্শকের ভূমিকায়।
আইপিএলে কাজ করার অভিজ্ঞতা আগেই পেয়েছেন ক্লুজনার। দিল্লি ফ্র্যাঞ্চাইজির পরামর্শকের দায়িত্ব ২০১৯ সালে পালন করেছেন তিনি। এছাড়া বাংলাদেশেও কাজ করেছেন এই প্রোটিয়া। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএলে) রাজশাহী কিংস ও খুলনা টাইগার্সের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন।
২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্লুজনার ছিলেন আফগানিস্তানের প্রধান কোচ। ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছেন জিম্বাবুয়ে জাতীয় দলে। এবার ত্রিপুরা রঞ্জি দলের সঙ্গে কাজ করার পাশাপাশি ছেলে ও মেয়েদের বয়সভিত্তিক ৮টি দলেও কাজ করবেন ১৯৯৯ বিশ্বকাপে ঝড় তোলা এই অলরাউন্ডার।
ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন তাদের বিবৃতিতে জানিয়েছে, ‘গত মার্চে আমরা একটি বিজ্ঞপ্তি প্রকাশ করি। যেখানে অনুর্ধ্ব-১৫, ১৬ এবং ১৯ সিনিয়র পুরুষ এবং নারী দলের কোচের পদের বিজ্ঞপ্তি দেওয়া হয়। সেখানে ক্লুজনার আবেদন করেন। প্রথমে তাঁর সঙ্গে আমাদের ১২০ দিনের কথা হয়। সে ১০০ দিনের জন্য রাজি হন কারণ দক্ষিণ আফ্রিকা এবং আফগানিস্তানের হয়ে তাঁর বেশ কিছু কর্মসূচি আছে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post