নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের আসরে শুরুতে দল পান নি সাদমান ইসলাম। অবশেষে আজ বিপিএলে দল পেলেন বাঁহাতি এই ব্যাটার। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জার্সিতে খেলবেন সাদমান।
বিপিএল শুরুর আগেরদিন হঠাৎ করে মালিকানা ছেড়ে দেওয়ার কথা জানায় চট্টগ্রাম রয়্যালসের মালিকপক্ষ। আলোচনা-সমালোচনার মাঝে ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নেয় বিসিবি। এমনকি কোচিং ও সাপোর্ট স্টাফেও পরিবর্তন আনা হয়। এই পরিস্থিতির মাঝে উদ্বোধনী দিনেই দ্বিতীয় ম্যাচে খেলতে নামে চট্টগ্রাম। ওই ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসকে তারা ৬৫ রানে হারায়। এবার তারা সাদমানকে দলে নিয়ে ব্যাটিং অর্ডারে বাড়াল শক্তি। এদিকে বিদেশি ক্রিকেটার হিসেবে আসিফ আলী, আমের জামাল ও হাসান নাওয়াজকেও দলে নিয়েছে চট্টগ্রাম।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডকম/নিপ্র/০০/১১০
































