নিজস্ব প্রতিবেদক: বিপিএলে নিজেদের অভিষেকটা রাঙাতে পারেনি নোয়াখালী এক্সপ্রেস। সিলেটে শুক্রবার রাতের ম্যাচে চট্টগ্রাম রয়্যালসের করা ১৭৪ রানের জবাবে ব্যাট করতে নেমে ব্যাটিং ব্যর্থতায় ৬৫ রানের বড় ব্যবধানে হেরে বিপিএলে যাত্রা শুরু করে নোয়াখালী এক্সপ্রেস।
রান তাড়ায় শুরু থেকেই বিপর্যয়ে পড়ে নোয়াখালী। ৩৯ রানে হারায় ৩ উইকেট। সেখান থেকে আর ঘুরে দাঁড়ানো হয়নি তাদের। মাত্র ৯ রানের ব্যবধানে শেষ ৫ উইকেট হারায় নোয়াখালী। ভেঙে পড়ে তাসের ঘরের মতো।
নবাগত দলটির পক্ষে ২৭ বলে সর্বোচ্চ ৩৮ রান করেন মাজ সাদাকাত। দ্বিতীয় সর্বোচ্চ ২৪ বলে ২৮ রান করেন হায়দার আলী। হাবিবুর রহমান সোহান করেন ৭ বলে ১৫। এই তিনজন ছাড়া বাকিদের কেউই দুই অঙ্কের রান স্পর্শ করতে পারেননি। আটজনের সম্মিলিত সংগ্রহ ২৩ রান। চট্টগ্রামের হয়ে তানভীর ইসলাম নেন ৩ উইকেট। এছাড়া শরিফুল ইসলাম, মেহেদী হাসান ও মুকিদুল ইসলাম নেন ২টি করে উইকেট।
এর আগে ব্যাট করতে নেমে শেষ ওভার পর্যন্ত টিকে থাকলেও ধীরগতিতেই খেলেছেন চট্টগ্রামের মির্জা তাহির বেগ। ওপেনিংয়ে নেমে অর্ধেকের বেশি বল খেলেও সেঞ্চুরি করতে পারেননি। তা সত্ত্বেও চট্টগ্রাম তুলে ১৭৪। তাদের সংগ্রহটা জেতার মতো হয়েছে অধিনায়ক শেখ মেহেদীর ক্যামিও ইনিংসে। ইনিংসের শেষ ডেলিভারিতে আউট হওয়া তাহির বল খেলেন ৬৯টি। ৭ চার ও ২ ছক্কায় সাজানো ছিল তার ইনিংসটি। মেহেদী খেলেন ১৩ বলে ২৬ রানের ক্যামিও। নোয়াখালীর পক্ষে এক ওভার বল করে ৯ রানে ২ উইকেট নেন সাব্বির। একটি করে উইকেট পান হাসান, রানা, জহির ও সাদাকাত।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডকম/নিপ্র/০০/১১০
































