স্পোর্টস ডেস্ক:: জাতীয় দলের জার্সিতে নতুন মৌসুম দুর্দান্ত শুরু করলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। হন্ডুরাসের বিপক্ষে জোড়া গোল দিয়ে বিশ্বকাপকে রাঙিয়ে রাঙার যেনো ইঙ্গিত দিলেন তিনি। গত মৌসুম খুব একটা সুবিধার যায়নি। তবে জাতীয় দলের হয়ে ট্রফি জেতার আক্ষেপ তিনি ঘুঁচান।
বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যাওয়ার পর শুরুতে সুবিধা করতে পারছিলেন না। তবে নতুন মৌসুমে আর্জেন্টাইন এই তারকা নিজেকে ফিরে পান। পিএসজির জার্সিতেও দুর্দান্ত মেসিকে দেখছেন সশর্থকেরা। হন্ডুরাসের বিপক্ষে ম্যাচ শেষে জানিয়েছেন, বিশ্বকাপের জন্য তাদের দারুণ একটা দল আছে।
বিশ্বকাপের জন্য সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সমর্থকদের মতো আমরাও উদ্বিগ্ন। তবে আমাদের শান্ত থাকা উচিত।’ বিশ্বকাপে দারুণ একটা দল আছে মন্তব্য করে মেসি আরো বলেন, ‘বিশ্বকাপের জন্য আমাদের খুব ভালো একটা দল আছে। সবাইকে নিয়েই ধীলে ধীলে এগোচ্ছি। আমরা প্রত্যেকটা মুহুর্তেই উচ্ছ্বসিত থাকি। কিন্তুু যখন কাজের সময় আসে, তখন নিজেদের সেভাবে প্রস্তুত রাখি।’
নিজেকে ফিরে পাওয়ায় দারুণ খুশি মেসি বলেন, ‘গত মৌসুমটা ছিল অন্যরকম। কিন্তুু এখন আমি (নিজেকে ফিরে পেয়ে) খুব খুশি। আমি বলেছিলাম, আমার তখন খারাপ সময় যাচ্ছিলো, নিজেকে খুঁজে পাইনি। এই মৌসুম ভিন্ন। আমি অন্যরকম মানসিকতা নিয়ে মাঠে নেমেছি। ক্লাব, ড্রেসিংরুম এবং আমার সতীর্থদের সঙ্গে এই মৌসুমে বেশ ভিলো অনুভব করছি। সত্যিটা হলো আমি খুব খুশি নিজেকে ফিরে পেয়ে। আমি এটি উপভোগ করছি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০