স্পোর্টস ডেস্কঃ ২০২২ কাতার বিশ্বকাপে দায়িত্ব পাওয়া ৩৬ জন মূল রেফারির প্যানেলে আছেন তিনজন করে নারী রেফারি ও সহকারী রেফারি। এ তিন নারী রেফারি হলেন— ফরাসি স্টেফানি ফ্র্যাপার্ত, রুয়ান্ডার সালিমা মুকাসাঙ্গা ও জাপানের ইয়োশিমা ইয়ামাশিতা।
বিশ্বকাপে সুযোগ পাওয়া ইয়ামাশিতা ইতোমধ্যে পেশাদার রেফারি হিসেবে জাপান ফুটবল এসোসিয়েশনের সঙ্গে চুক্তিতে স্বাক্ষর করেছেন। এশিয়ান চ্যাম্পিয়নস লিগে মেলবোর্ন সিটি ও জিওনাম ড্রাগসের ম্যাচটি পরিচালনা করেছিলেন তিনি।
নিজের ক্যারিয়ার প্রসঙ্গে তিনি বলেন, ‘নারীদের প্রতি মনোযোগ দেয়া ভালো একটি দিক। একজন নারীর পুরুষদের ম্যাচ পরিচালনা করাটা বড় কোন বিষয় নয়, তবে এমন এক জায়গায় পৌঁছানোর লক্ষ্য থাকতে হবে। এই পর্যায়ে এসে আমি খুশি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০