স্পোর্টস ডেস্কঃ ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল পাকিস্তান। আর সেই ম্যাচে জয়ের অন্যতম নায়ক হলেন মোহাম্মদ আমির। এই পেস তারকা ৬ ওভার বল করে মাত্র ১৬ রানে ৩ উইকেট নিয়েছেন। রোহিত শর্মা, বিরাট কোহলি, শিখর ধাওয়ানদের একে একে ফিরিয়ে ভারতের টপ অর্ডার গুঁড়িয়ে দিয়েছিলেন। এরকম ছাড়াও আরও অনেক ম্যাচ জেতানো বোলিং করেছেন আমির।
তার পেস ও সুইংয়ের ধারে কুপোকাত হয়েছেন বাঘা বাঘা ব্যাটাররা। তবে পুরোনো সেই আমিরের সাথে বর্তমানের আমিরের পার্থক্য আছে বলে মনে করেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ উল হক। অবশ্য একসময় পাকিস্তানের কোচ ও নির্বাচকের দায়িত্ব পালন করা মিসবাহ জানিয়েছেন, ডেথ ওভারে কার্যকরী হতে পারেন আমির। তার অভিজ্ঞতা আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালোভাবেই কাজে লাগানো যেতে পারে।
মিসবাহ উল হক বলেন, ‘ডেথ বোলার হিসেবে তার অভিজ্ঞতা এমন যে, সে জানে চাপের মাঝে কিভাবে বোলিং করতে হবে এবং তার বৈচিত্র্যগুলোকে কিভাবে ব্যবহার করতে হবে। এই জিনিসগুলো আমিরের জন্য বড় অস্ত্র হতে পারে (টি-টোয়েন্টি বিশ্বকাপে)। সে হয়ত নতুন বলে খুব বেশি প্রভাব বিস্তার করতে পারবে না, তবে ডেথ ওভারে স্লোয়ার ডেলিভারি এবং অফ স্টাম্পের বাইরের করা ডেলিভারিতে অনেক বেশি কার্যকর হতে পারে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post