স্পোর্টস ডেস্কঃ কাতারে ফুটবল বিশ্বকাপ শুরুর আগে নানা সমস্যা আর বিতর্ক ঘিরে ধরেছিল। তবে মাঠের খেলায় সেটি একেবারে উড়ে গেছে। বিশেষ করে উন্নত প্রযুক্তি আর খেলার মানে সেই বিতর্ক ঘেষতে পারেনি। মাঠের পারফম্যান্সে অপেক্ষাকৃত ছোট দলগুলো আধিপত্য দেখিয়েছে।
এবারের বিশ্বকাপে অঘটনের ছাপ ছিল অনেক। শুরুটা হয়েছিল সৌদি আরবের বিপক্ষে আর্জেন্টিনার হার দিয়ে। এরপর গ্রুপ পর্বে জার্মানি হেরে গিয়েছিল জাপানের বিপক্ষে। শেষমেষ চার বারের বিশ্ব চ্যাম্পিয়ন দলটিকে বাদ পড়তে হয় গ্রুপ পর্ব থেকে। এই গ্রুপ থেকে স্পেনকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল এশিয়ার দেশ জাপান। ইউরোপের জায়ান্ট ডি ব্রুইনে-হ্যাজার্ডদের বেলজিয়াম গ্রুপ পর্ব পার করতে পারেনি।
বিশ্বকাপে যাদেরকে ডার্ক হর্স ধরা হয়েছিল, সেই ডেনমার্ক গ্রুপ পর্ব পার করতে পারেনি। দুই বারের বিশ্ব চ্যাম্পিয়ন সুয়ারেজ-কাভানিদের উরুগুয়েও গ্রুপ পর্ব পার করতে পারেনি। গ্রুপ পর্বে দক্ষিণ কোরিয়ার কাছে হেরে পর্তুগাল ও ক্যামেরুনের কাছে ব্রাজিল হেরে অঘটনের শিকার হয়েছে। মাঝে আবার বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স হেরে গিয়েছে তিউনিসিয়ার কাছে।
সব মিলিয়ে দুর্দান্ত এক গ্রুপ পর্ব ছিল। কোনো দলই পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে রাউন্ড অব সিক্সটিন পার করতে পারেনি। নকআউট পর্বেও একই ফুটবলের ধারা অব্যাহত থাকে। ২০১০ বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে মরক্কো।
আসর শুরুর আগে মাঠের বাইরের যে চাপ ছিল, সেটা অনেকটাই নিশ্চিহ্ন হয়ে গেছে মাঠের পারফম্যান্সে। তাই ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর মুখে তৃপ্তির ঢেঁকুর। বিশ্বকাপের ইতিহাসের সেরা গ্রুপ পর্ব আখ্যা দিয়েছেন এবারের আসরকে। ছোট বা বড় দল বলে কিছু নেই বলে জানিয়েছেন তিনি।
ইনফান্তিনো বলেন, ‘আমি সবগুলো ম্যাচ দেখেছি। খুব সহজভাবে বললে, ফিফা বিশ্বকাপ ইতিহাসের সেরা গ্রুপ পর্ব ছিল এবার।’
ফিফা বস আরও বলেন, ‘দারুণ এক পরিবশে খেলা চলছে। দুর্দান্ত কিছু গোল আর অবিশ্বাস্য সব উত্তেজনা দেখা গেছে। চমকে দেওয়ার মতো ফল আসছে। ছোট দলগুলো, বড় দলগুলোকে হারিয়ে দিচ্ছে। এখন আর ছোট বা বড় দল বলে কিছু নেই। সব দলের মধ্যেই সমতা রয়েছে। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার সব মহাদেশের দল নক আউট খেলার যোগ্যতা অর্জন করেছে। এতেই বোঝা যাচ্ছে, ফুটবল বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। আমার অনেক ভালো লাগছে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা