স্পোর্টস ডেস্কঃ এফটিপি সূচি অনুযায়ী ২০২৩ এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা পাকিস্তানে। বিশ্বকাপকে সামনে রেখে ওয়ানডে ফরম্যাটে আয়োজিত হবে আগামী আসর। তবে দুই দেশের রাজনৈতিক বৈরিতার কারণে সেখানে খেলতে যাওয়ার ব্যাপারে রাজি না ভারত। দল যাবে না বলেই জানিয়েছিলেন বিসিসিআই সেক্রেটারি জয় শাহ।
এর ফলে নিরপেক্ষ ভেন্যুতে এশিয়া কাপ আয়োজনের সম্ভাবনা দেখা দেয়। তবে পাল্টা হুমকি দেয় রমিজ রাজার নেতৃত্বাধীন তখনকার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। রমিজ রাজা জানান, ভারত এশিয়া কাপ খেলতে না আসলে, তারাও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ খেলতে ভারত যাবেন না। আর এতে তৈরি হয় সঙ্কট।
তবে পিসিবিতে এসেছে পরিবর্তন। অন্তবর্তীকালীন নতুন চেয়ারম্যান হিসেবে এসেছেন নাজাম শেঠি। আর এবার বিশ্বকাপ ও এশিয়া কাপ ইস্যুতে সুরও পাল্টে গেছে পিসিবির। নতুন চেয়ারম্যান জানিয়েছেন, এমন কোনো সিদ্ধান্ত তারা নেবেন না যেটা ক্রিকেট থেকে বিচ্ছিন্ন করে দেয় তাদের। অন্যান্য বোর্ড কী করে, সেটা দেখেই সিদ্ধান্ত নেবেন তারা।
নাজাম শেঠি বলেন, ‘এশিয়া কাপের ব্যাপারে আমি এসিসিতে গিয়ে দেখবো আসলে কী অবস্থা। খেলার স্বার্থে আমরা সিদ্ধান্ত নেব। আমাদেরকে আগে দেখতে হবে অন্য বোর্ডের অবস্থান কী। আমাদের সবাইকে নিয়ে খেলতে হবে। আমরা এমন কোনো সিদ্ধান্ত নেব না, যেটা কিনা বিচ্ছিন্নতার কারণ হতে পারে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা