নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আজ সকালে সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শনে গিয়ে তিনি জানান, বিসিবির পরিচালক পদে নির্বাচন করবেন তিনি। তখন ওই ঘোষণার কোনো কারণ ব্যাখ্যা করেননি।
মঙ্গলবার বিকেলে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আবার সাংবাদিকদের মুখোমুখি হন বুলবুল। তাঁর কাছে জানতে চাওয়া হয় কেন নির্বাচন না করার বিষয়ে নিজের সিদ্ধান্ত বদলেছেন? উত্তরে বুলবুল বলেছেন, ‘আমার (নির্বাচন করতে চাওয়ার) একটাই কারণ। যে কাজগুলো শুরু করেছিলাম, সেই কাজগুলো ভালোভাবে এগিয়ে চলছে এবং এই কাজগুলো অর্ধেক ফেলে না রেখে যেন সামনে এগিয়ে নিয়ে যেতে পারি। সেটাই একটা মূল কারণ এখানে কন্টিনিউ করতে চাওয়ার।’
বুলবুল আরও বলেন, ‘টেস্ট বা টি-টোয়েন্টি খেলা… আমি বলেছিলাম কুইক ইনিংস খেলার। সেটা এখনও শেষ হয়নি। কুইক ইনিংসটা শেষ হোক। আর যদি কন্টিনিউ করতে হয় টি-টোয়েন্টি থেকে ফিফটিতে (৫০ ওভারের ক্রিকেটে) যাবো।’ এর আগে জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমে বিসিবির কাউন্সিলর হিসেবে মনোনয়ন পেয়েছিলেন বুলবুল। এরপর তিনি বোর্ড সভাপতি নির্বাচিত হন। এবার নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে এখনোও জাতীয় ক্রীড়া পরিষদের সঙ্গে কথা হয়নি বলে জানালেন বুলবুল। তিনি বলেন, ‘আমার সঙ্গে এনএসসির এখনও কোনো আলোচনা হয়নি। আমি শুধু এটা প্রকাশ করেছি যে সম্ভব হলে আমি নির্বাচন করবো। আমি জানি না এখনো কীভাবে করব। আমি যে কাজগুলো শুরু করেছিলাম। এগুলো ভালোভাবে এগিয়ে চলেছে। মনে হচ্ছে এই কাজগুলো যেন এগিয়ে নিয়ে যেতে পারি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০০