স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান পরিষদের মেয়াদ শেষের পথে। আগামি অক্টোবরেই ক্রিকেট বোর্ডের নির্বাচনের সময়। তবে ক্রিকেট পাড়ায় গুঞ্জন নানা বাস্তবতায় নির্বাচন হবে না। আপাতত এডহক কমিটি গঠন করে আগামি জাতীয় নির্বাচন পর্যন্ত বোর্ড পরিচালনা করা হবে।
জাতীয় নির্বাচনের পর নির্বাচিত সরকারের আমলে বিসিবির নির্বাচন আয়োজন হবে। ক্রিকেট বোর্ডের বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলই থাকবেন এডহক কমিটির প্রধান হিসেবে। বিসিবির নির্বাচন যতো গণিয়ে আসছে এনিয়ে চলছে জল্পনা-কল্পনা।
বিসিবির নির্বাচনে বড় ফ্যাক্ট কাউন্সিলর। জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর ও বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলোর কাউন্সিলর নিয়ে তৈরি হয়েছে নানা জঠীলতা। এমন পরিস্থিতিতে নির্বাচন করাও বেশ ‘কঠিন’। উদ্ভুুত পরিস্থিতি ঢাকার ক্লাব কর্তারা বৈঠকে বসছেন। ক্লাবগুলোর অধিকাংশ নির্বাচনের পক্ষে।
ভবিষ্যত নির্ধারণে করণীয় ঠিক করতেই বৈঠকে বসছেন ক্লাব কর্তারা। আগামিকাল রোববার মিরপুরের হোম অব ক্রিকেটের মিডিয়া সেন্টারে বৈঠকে বসবেন ক্লাব কর্তারা। ঢাকার ক্লাব কর্তাদের মুল অংশ অ্যাডহক কমিটির বিপক্ষে। তারা সবাই আগামী অক্টোবরে বিসিবি নির্বাচনের পক্ষে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০