স্পোর্টস ডেস্ক:: বিসিবির নির্বাচন নিয়ে তুলকালাম চলছেই। দেশ ছাড়িয়ে সেটি এবার পৌঁছে গেছে প্রতিবেশি দেশ ভারতের ক্রিকেট বোর্ডের কাছে। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন নিয়ে একটি পক্ষ ভারতের দু’জন ক্রিকেটারের মাধ্যমে বিসিসিআইতে অভিযোগ জানিয়েছে।
বুধবার সকালে তামিম ইকবাল পন্থী প্যানেল নিজেদের মনোনয়ন প্রত্যাহার করে নেয়। সাবেক এই অধিনায়ক অভিযোগ করেন, সরকারি হস্তক্ষেপ করা হচ্ছে ক্রিকেট বোর্ডের নির্বাচনে। তিনি মাঠের ক্রিকেটের ফিক্সিং বন্ধের আগে ক্রিকেট বোর্ডের নির্বাচনের ফিক্সিং বন্ধের পরামর্শ দেন। বিসিবির নির্বাচন ৬ অক্টোবর। নানা নাটকীয়তা, হুমকি-ধামকি এবং সমঝোতার চেষ্টার পর তামিম ইকবাল পন্থী প্যানেল নির্বাচন বয়কট করে। তামিম বলেন, এই নির্বাচন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের কালো অধ্যায়। আপনারা ক্রিকেটে ফিক্সিং নিয়ে কথা বলেন, আগে নির্বাচনের ফিক্সিং বন্ধ করেন।
তামিমের এমন বক্তব্যের যুব ও ক্রীড়া উপদেষ্টা জানান, পাশ্ববর্তী দেশ ভারতের বোর্ডে একটি পক্ষ অভিযোগ দিয়েছে বিসিবির নির্বাচন নিয়ে। দেশের ইস্যু বাইরে জানানো লজ্জাজনক বলেও মন্তব্য করেন তিনি। একটি টিভি চ্যানেলকে আসিফ মাহমুদ বলেন, ‘কেউ একজন ফোন করে বিরাট কোহলিকে অভিযোগ দিয়েছে। বিরাট কোহলি সেটা গৌতম গম্ভীর এবং বাকীদের সাথে শেয়ার করেছে। এমন কোথাও অভিযোগ দেওয়া উচিত নয় যেটা আমাদের দেশের জন্য লজ্জার।’
বিসিবির নির্বাচন নিয়ে তেলেসমাতি চলছেই। সভাপতি প্রার্থী হওয়ার আশায় নির্বাচনে অংশ নিতে যাওয়া সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।বুধবার সকালেই তার পক্ষে নির্বাচন থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
বিসিবির নির্বাচনে সরকারপক্ষের হস্তক্ষেপ ও ষড়যন্ত্রের অভিযোগে তামিমের পুরো প্যানেল নির্বাচন বর্জন করে। তামিমের প্রত্যাহারের সিদ্ধান্তের আগের দিন হাইকোর্টের একটি বেঞ্চ সাবেক বিসিবি সভাপতি ফারুক আহমেদের রিট আবেদন করেন। সেই রিটের প্রেক্ষিতে ৬ অক্টোবরের বিসিবি নির্বাচনে ১৫টি বিতর্কিত ক্লাবের অন্তর্ভুক্তির বিরুদ্ধে স্থগিতাদেশ জারি করে।
সমঝোতা, পরিচালক পদ নিয়ে ভাগাভাগি আর নানা জল ঘোলার পর শেষ পর্যন্ত তামিম সরে দাঁড়ালেন। বিসিবির বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে সভাপতি প্রার্থী ছিলেন তামিম ইকবাল। নাটকীয় এই নির্বাচনে শেষ সময়ে এসে পরিচালক পদে যোগ দেন আরেক সাবেক সভাপতি ও অধিনায়ক ফারুক আহমদ। ত্রিমুখী লড়াইয়ে শেষ পর্যন্ত জল ঢেলে দিলেন তামিম।
বুধবার বিসিবি কার্যালয়ে গিয়ে তামিম নিজেই মনোনয়ন প্রত্যাহার করেন। এসময় তার সঙ্গে ছিলেন রফিকুল ইসলাম বাবু, মাসুদুজ্জামান, ইব্রাহিম আহমেদ, মীর হেলাল, সৈয়দ বোরহান হোসেন পাপ্পু ও ইসরাফিল খসরু। জানা গেছে, মঙ্গলবার রাতে তামিম ইকবাল নেতৃত্বাধীন প্যানেলের একটি বৈঠক হয়। সেখানেই তারা সরকারপক্ষের হস্তক্ষেপ ও ষড়যন্ত্রের অভিযোগ তুলে নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০