স্পোর্টস ডেস্ক:: অন্তবর্তীকালীন সরকারের সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। আগামি অক্টোবরে বিসিবির নির্বাচনের সময়। এই সময়ে নির্বাচন হবে কিনা তা নিয়ে নানা গুঞ্জন উঠেছে। তবে বিসিবির বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, যথা সময়েই বোর্ডের নির্বাচন হবে।
নির্বাচনে বুলবুল প্রার্থী হতে পারেন এমন গুঞ্জন আছে। তবে বোর্ড সভাপতি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নির্বাচনে তিনি প্রার্থী হবেন না। তবে সরকার চাইলে ক্রিকেট বোর্ডে কাজ করতে পারেন। কিন্তুু নির্বাচন তিনি করবেন না। আজ নারায়ানগঞ্জে একটি অনুষ্ঠানে এসব কথা বলেন বুলবুল।
সঠিক সময়ে নির্বাচন হবে জানিয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘ক্রিকেট পরিচালনা পর্ষদের প্রায়োরিটি হচ্ছে ক্রিকেট চালানো। নির্বাচন চার বছর পরপর হয়। সময় যেহেতু চলে এসেছে, সেটা ঠিক সময়েই হবে। এটা যারা পূর্ণ সদস্য আছে তাদের নির্বাচন নিয়ে কিন্তু আন্তর্জাতিক নিউজ হয় না। আমরা এত সিরিয়াস। তো আমরা এখন যারা ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদে আছি আমাদের ফোকাস ক্রিকেট। অবশ্যই নির্বাচন সঠিক সময়ে হবে। সেটার জন্য যে আমাদের নির্বাচন কমিশন এবং আনুসঙ্গিক কাজের ব্যাপারে দ্রুত জানতে পারবেন।
নির্বাচনে প্রার্থী হবেন না উল্লেখ করে বুলবুল বলেন, ‘আমি তো বলেছি আমি কখনো নির্বাচন করবো না। আমি কীভাবে নির্বাচন করবো? নির্বাচন করতে যে রসদগুলো লাগে সেটা আমার নাই। আমি ফ্রি-ফ্রি ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল থেকে এসেছি। তারা যদি আমাকে কন্টিনিউ করে, থাকব, চেষ্টা করব। বিভ্রান্তি আছে অনেক। টি-টোয়েন্টি ক্রিকেট তো ১২০ বল খেলতে হয়। সেতা তো ২ ওভারে শেষ হয়ে যায় না। সবকিছু নির্ভর করবে পরিস্থিতির ওপর।’
বিসিবি সভাপতি আরো বলেন, ‘আমি যে চার্টারটা নিয়ে এসেছিলাম, ৩০ তারিখ যখন আমাকে সভাপতি নির্বাচিত করা হয় তখন ছিল সন্ধ্যা ৭টা। শেষ করে বাসায় গিয়েছি রাত ১২টায়। সকাল ৬টার মধ্যে চার্টার তৈরি করে ফেলেছি সারারাত বসে। এই চার্টারটা যখন সবাই মিলে তৈরি করেছি, বোর্ডে অ্যাপ্রুভাল নিয়েছি, এটা নিয়ে কাজ করছি। আল্লাহর রহমতে এটার প্রতিফলনও এখানে দেখেছি ৮ বছরের একটা ছেলেও এখানে ছিল যে ক্রিকেট খেলতে চায়। আমাদের কাজটাই হলো যে ছেলেটা যেন ক্রিকেট খেলতে পারে, এটা কতটা স্মুথ করে দিতে পারি সেটাই লক্ষ্য। সেক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট যদি মনে করে আমি আরও স্টে করার উচিত আরও। এই কাজটা আমি সবকিছু ছেড়ে করতে এসেছে দেশকে সার্ভ করার জন্য। আমি চালিয়ে যেতে পছন্দ করবো যদি সবকিছু ঠিকঠাক প্রোভাইড করা হয়।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০