নিজস্ব প্রতিবেদক:: সিলেটের ক্রিকেটের দায়িত্ব পড়লো সাবেক দুই ক্রিকেটারের কাঁধে। বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর নির্বাহিত হয়ে সাবেক ক্রিকেটার রাহাত শামস এবার বোর্ড পরিচালক নির্বাচিত হয়েছেন। আরেক সাবেক ক্রিকেটার সৈয়দ ফজলে এলাহী অভী হয়েছেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর।
সাবেক দুই ক্রিকেটার সিলেটের ক্রিকেট প্রশাসনের দায়িত্বে আসায় নতুন করে স্বপ্ন দেখছেন ক্রিকেট প্রেমীরা। রাহাত শামস ও অভী দু’জনেই দীর্ঘ দিন ক্রিকেট খেলেছেন। কর্মজীবনেও দু’জন নিজেদের জায়গায় সফল হয়েছেন। এবার অবহেলিত সিলেটের ক্রিকেট প্রশাসনে এলেন দু’জনেই।
সাবেক ক্রিকেটার রাহাত শামস সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য হিসেবে বিভাগীয় ক্রীড়া সংস্থায় আসেন। এরপর বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলরও নির্বাচিত হন। বিভাগীয় কোটায় বিনা প্রতিদ্বন্ধিতায় বিসিবি পরিচালকও নির্বাচিত হয়েছেন।
এর আগে সিলেট জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর নিয়ে জঠীলতা তৈরি হয়। প্রথম দফায় জেলা ক্রীড়া সংস্থা থেকে কাউকে কাউন্সিলর মনোনয়ন দেওয়া হয়নি। জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক সারওয়ার আলম সমাধানের পথ বেছে নেন এডহক কমিটির সদস্য, সাবেক ক্রিকেটার অভীর মাধ্যমেই। জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর হিসেবে মনোনয়ন দেন সাবেক এই ক্রিকেটারকে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০