নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রেকর্ড গড়া সেঞ্চুরির দেখা পেয়েছেন তানজিদ তামিম। খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচে এই তরুণ ওপেনার খেলেছেন ক্যারিয়ার সেরা ১১৬ রানের ইনিংস। ৬৫ বলের বিস্ফোরক ইনিংসটিতে সমান ৮টি করে চার ও ছয় হাঁকিয়েছেন এই ব্যাটার।
চলতি বিপিএলে এটি তৃতীয় সেঞ্চুরি। তবে তাওহীদ হৃদয় ও উইল জ্যাকসকে ছাড়িয়ে সর্বোচ্চ রানের ইনিংস। আর বিপিএলের ইতিহাসে পঞ্চম সর্বোচ্চ রানের ইনিংস। তামিম ইকবালের ১৪১ ও সাব্বির রহমানের ১২২ রানের ইনিংসের পর বিপিএলের ইতিহাসে দেশি ব্যাটারদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ রানের ইনিংস। তবে চট্টগ্রামের মাঠে বিপিএল ইতিহাসে এটিই সর্বোচ্চ রানের ইনিংস।
খুলনার বিপক্ষে মাত্র ৫৮ বলে ৭টি করে চার ও ছয়ের মারে নিজের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি পূরণ করেন তানজিদ তামিম। তৃতীয় উইকেটে ৬১ বলে ১১০ রানের দারুণ এক জুটি গড়েন টম ব্রুসের সাথে।
আর এতেই খুলনার বিপক্ষে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯২ রানের বিশাল পুঁজি পায় চট্টগ্রাম। স্বাগতিক দলের হয়ে একাই এর মধ্যে ১১৬ রান করেন তামিম। ২৩ বলে ২টি করে চার ও ছয়ের মারে ৩৬ রানের অপরাজিত ক্যামিও খেলেন ব্রুস।
এখন জয়ের জন্য ১৯৩ রানের লক্ষ্যে ব্যাট করছে খুলনা টাইগার্স।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা































Discussion about this post